বলিউড তারকাদের ওপর সারাক্ষণ পাপারাৎজি থেকে শুরু করে অনুরাগী প্রত্যেকের নজর থাকে। পান থেকে চুন খসলেই তাঁদের দিকে ধেয়ে আসে নানা কটু কথা, ট্রোলিং (Trolled)। সম্প্রতি যেমন শ্রীদেবী (Sridevi) কন্যা জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) সঙ্গে হয়েছে।
সম্প্রতি জাহ্নবী তাঁর আসন্ন ছবি ‘গুড লাক জেরি’র প্রচারে গিয়েছিলেন। সেখানকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখার পর থেকেই নেটিজেনদের চরম কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে অভিনেত্রীকে। তাঁকে ‘অহংকারী’ বলেও কথা শুনিয়েছেন অনেকে।
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা গিয়েছে একজন মহিলা সাংবাদিক জাহ্নবীর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। অথচ কিছুতেই তিনি তাঁর সঙ্গে কথা বলছেন না। তাঁকে সম্মানটুকুও করেননি। তাঁর ব্যবহার দেখে তাঁকে ‘আনপ্রফেশনাল’ এবং ‘অহংকারী’ বলে কটাক্ষ করেছেন নেটিজেনরা।
জাহ্নবী অপরদিকে নিজের সমর্থনে বলছিলেন আসলে তিনি খুব ক্লান্ত। শ্রীদেবী এবং বনি কাপুরের কন্যা বলেন, ‘আমি খুব ক্লান্ত। আমি জানি না আমি এই কাজ কীভাবে করব। আমি ল্যান্ড করলাম, এরপর শ্যুটিং শেষ করলাম। আমি ফ্লাইট বুক করেছিলাম, সেট বাতিল হয়ে যায়। আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমি এরপর ল্যান্ড করার জিমে গেলাম যাতে আমায় ফ্রেশ দেখতে লাগে। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আমি জানি না আমি সাক্ষাৎকারে কী বলেছি, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল’।
শুধু এটুকুই নয়, জাহ্নবী সাক্ষাৎকারের মাঝেই হঠাৎ করে খাবার খেতে শুরু করে দিয়েছিলেন। যা দেখে নেটিজেনদের বক্তব্য, শ্রীদেবী কত বেশি প্রফেশনাল ছিলেন এবং অনেক কষ্ট করে সাফল্য পেয়েছিলেন। অপরদিকে জাহ্নবীকে বলিউডে পা রাখার জন্য কোনও কষ্টই করতে হয়নি। তারকা সন্তান হওয়ার জন্য সব কিছু প্রচণ্ড সহজেই পেয়ে গিয়েছিলেন।
সম্প্রতি ‘কফি উইথ করণ’এ গিয়েও প্রচণ্ড ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছিলেন জাহ্নবী। সেখানে গিয়ে তিনি বলেছিলেন, দাদা অর্জুন কাপুরের সঙ্গে তিনি ‘নেপোটিজম’ নামের একটি সিনেমা করবেন। যা নিয়ে সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হলে শ্রীদেবী কন্যা বলেন, তিনি একটু বেশিই ভুলভাল কথা বলেন। সেদিনও ঠিক তেমনটাই হয়েছিল।