• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সারাকে জোর টক্কর দিচ্ছে জাহ্নবী ! কার্তিকের কাছে আসতে খরচ করলেন ৩৯ কোটি টাকা

আজকাল প্রেম যেন আর দূরত্ব সহ্য করতে পারে না। আগে কার দিনে দুই প্রেমিকের মধ্যে দূরত্ব থাকত কয়েক শো মাইলের। কিন্তু এখনকার প্রেম একটু অন্য রকম। আজকাল প্রেমিক প্রেমিকারা একেঅপরকে ছেড়ে এক মুহূর্তের জন্যও থাকতে পারেন না। এর বাস্তব উদাহরণ আমরা অনেকবারই দেখেছি। শুধু যে আমাদের চারপাশে তা নয়, সিনেমার পর্দা থেকে বলিউড সেলেব্রিটিদের বাস্তব জীবনেও এরখম ঘটনা রয়েছে। আলিয়া আলিয়া ভাট (Alia Bhatt) থেকে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) এর সবথেকে বড় উদাহরণ।

Kartick Aryan Jahnvi Kapoor কার্তিক আরিয়ান জাহ্নবী কাপুর

   

যেমন ধরুন রণবীর কাপুর আর আলিয়া ভাটের প্রেম কাহিনী। দুজনের প্রেম গত বছরের শেষ থেকেই হট টপিক। দুজনের সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। জানা গিয়েছে দুজনেই খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন আবার অভিনেত্রী আলিয়া ভাট বলছেন, এটা নাকি বিয়ের করার বয়সই নয়। যাই হোক দুজনের মধ্যে যে প্রেমের সম্পর্ক দিনে দিনে গাঢ় হচ্ছে তা স্পষ্ট। কিছুদিন আগেই আলিয়া ভাট সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। যার কারণ ছিল আলিয়ার একটি বড়সড় পদক্ষেপ।রণবীর আলিয়ার প্রেম তো এখন সকলের সামনে জলের মত পরিষ্কার। সেখানে রণবীরের আরো কাছাকাছি থাকতে রণবীরের আবাসলেই ৩২ কোটি টাকা খরচ করে বাড়ি কেনেন আলিয়া ভাট।

Alia Bhatt Ranbir Kapoor আলিয়া ভাট রণবীর কাপুর

কিন্তু দাঁড়ান! ভালোবাসার মানুষের কাছে আসার দৌড়ে আলিয়া ভাটকে টেক্কা দিয়েছেন শ্রীদেবী  কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। ‘দোস্তানা ২’ ছবিতে অভিনেতা কার্তিক আরিয়ানের সাথে কাজ করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। কিছু দিন আগে সাইফ আলী খানের কন্যা সারা আলী খানের (Sara Ali Khan) সাথে কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়াতে। তবে সেসব এখন অতীত! বর্তমানে গোয়াতে জাহ্নবীর সাথে ছুটি উপভোগ করছেন কার্তিক আরিয়ান।

Kartik Aryan Jahnvi Kapoor Sara Ali Khan কার্তিক আরিয়ান জাহ্নবী কাপুর সারা আলী খান

গোয়া থেকে দুজনের কিছু ঘনিষ্ট ছবিও শেয়ার হয়েছে। যা শেয়ার হতেই ভাইরাল হয়ে  পড়েছে সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলোতে। দুজনের মধ্যে সম্পর্ক যে গভীর হচ্ছে সেটা এখন বোঝা খুবই সহজ। তবে দুজনের সম্পর্ক যে আরো গভীর তা প্রমান করে একটি বড় খবর পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে ৩৯ কোটি টাকা খরচ করে কার্তিক আরিয়ানের আবাসনে সুবিশাল তিনটি অ্যাপার্টমেন্ট কিনেছেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। তাহলেই বুঝুন ভালোবাসার কি টান! এক মুহূর্তের দূরত্ব যেন আর সহ্য হয় না।

Kartik Aryan Janhvi Kapoor কার্তিক আরিয়ান জাহ্নবী কাপুর