বলিউডের (Bollywood) প্রথম মহিলা সুপারস্টার হিসেবে পরিচিত শ্রীদেবীর (Sridevi) বড় মেয়ে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) ডেবিউ করেছেন বেশ কয়েক বছর হয়ে গেল। কিন্তু এখনও পর্যন্ত নিজের কাজের মাধ্যমে সেভাবে দর্শকমনে ছাপ ফেলতে পারেননি। অভিনেত্রীর ঝুলিতে হিটের চেয়ে ফ্লপের সংখ্যাই বেশি। জাহ্নবীর শেষ সিনেমা ‘মিলি’ও সেভাবে ব্যবসা করতে পারেনি। এবার শোনা যাচ্ছে, এই অভিনেত্রীই বলিউড ছেড়ে টলিউডে (Tollywood) পাড়ি দিচ্ছেন।
শ্রীদেবীকন্যা ‘ধড়ক’ (Dhadak) ছবির হাত ধরে বলিউডে (Bollywood) পা রেখেছিলেন। প্রথম ছবিতে তাঁর অভিনয় দর্শকদের পছন্দ হয়েছিল এবং সেই ছবিটি বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল। কিন্তু এরপর থেকে জাহ্নবীর আর কোনও ছবিই বক্স অফিসে সেভাবে ছাপ ফেলতে পারেনি। সিনেমা বদলালেও ব্যর্থতার সেই ধারা বদলায়নি।
বলিউডে এখনও পর্যন্ত সেভাবে ছাপ ফেলতে না পারার পর জাহ্নবী টলিউডে পা রাখছেন। বিপরীতে রয়েছেন আবার ইন্ডাস্ট্রির এক নামী সুপারস্টার। শোনা যাচ্ছে, শীঘ্রই শুরু হবে ছবির কাজ। আগামী ২৩ ফেব্রুয়ারি সেই ছবির পুজো হবে এবং এরপর থেকেই শুরু হয়ে যাবে শ্যুটিং। এখন নিশ্চয়ই ভাবছেন কোন টলিউড সুপারস্টারের সঙ্গে জুটি বাঁধছেন শ্রীদেবীকন্যা?
বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, জাহ্নবী NTR30’র হাত ধরে টলিউডে পা রাখতে চলেছেন। আর ঠিকই ধরেছেন, এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে সুপারস্টার জুনিয়র এনটিআরকে। ব্লকবাস্টার ‘আরআরআর’এর পর এই ছবিতে দেখা যাবে অভিনেতাকে।
শোনা যাচ্ছে, NTR30 ফ্লোরে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে গিয়েছে। ২৩ তারিখ পুজো হওয়ার পর মাসের শেষ থেকেই শুরু হবে ছবির শ্যুটিং। সিনেমাটির পরিচালনা করবেন কোরাতালা শিবা। যদিও এখনও পর্যন্ত জাহ্নবী নিজে এই বিষয়ে মুখ না খুললেন শোনা যাচ্ছে, কাস্টিংয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে। অর্থাৎ NTR30’তে তাঁকেই দেখা যাবে জুনিয়র এনটিআরের বিপরীতে।
উল্লেখ্য, জাহ্নবীর শেষ ছবি ‘মিলি’ ফ্লপ হলেও এখনও তাঁর হাতে বেশ কয়েকটি হিন্দি ছবি রয়েছে। অভিনেত্রীকে এরপর বরুণ ধাওয়ানের সঙ্গে ‘বাওয়াল’ ছবিতে দেখা যাবে। এছাড়াও তাঁর হাতে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিটিও রয়েছে। এটি একটি স্পোর্টস বেসড সিনেমা। এসবের মাঝেই এবার শোনা গেল শীঘ্রই টলিউডেও পা রাখতে চলেছেন জাহ্নবী।