সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। আর দর্শকমহলেও দিনে দিনে বেড়ে চলেছে মেগা সিরিয়ালের চাহিদা।সিরিয়াল প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এমনই সিরিয়াল হল ‘যমুনা ঢাকি (Jamuna Dhaki)’।সিরিয়ালে ইতিমধ্যেই গ্রামের একজন সামান্য ঢাকির মেয়ে থেকে জমিদার কেদার রায়ের বাড়ির বউ হয়ে রিয়্যালিটি শোয়ের চ্যাম্পিয়ন হয়েছে সে।
এখন তার লক্ষ্য জীবনে অরোও বড় কিছু করে দেখানো। অন্যদিকে যমুনার বর সঙ্গীতকে পাওয়ার আশায় একের পর এক ক্রাইম করে চলেছে এই সিরিয়ালের খল নায়িকা আর্যা। কিছুদিন আগেই কেদার রায়ের বোন রাগিনী আর চির শত্রু তাথৈ-এর সাথে হাত মিলিয়ে যমুনা কে প্রায় মেরেই ফেলেছিল সে। কিন্তু সঙ্গীতের সাহায্যে সেবারের মতো প্রাণে বেঁচে যায় যমুনা।
এরপর ফের একবার আর্যার সঙ্গীত কে বিয়ে করার স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে দিয়ে আসল সত্যি সামনে আনে যমুনা। এরপর আবার যমুনা কে বিপদে ফেলতে উঠে পড়ে লাগে আর্যা আর তাথৈ। তাই যমুনার ঢাক বাজানোর কম্পিটিশনে ইচ্ছা করে যমুনার কানের গোড়ায় বড়ো লাইটের স্ট্যান্ড ফেলে দেয় তারা। এরপর থেকে কালা হয়ে যায় যমুনা।
দিনের পর দিন এই সিরিয়ালের একঘেয়ে ট্রাক দেখে রীতিমতো বিরক্ত দর্শকরা। এরই মধ্যে সিরিয়ালে হঠাৎ করেই পাল্টে গিয়েছে যমুনার ননদ গীতের ব্যবহার। সে এখন কিছুতেই সহ্য করতে পারছে না তার বৌদিকে। এসব কূটকচালি দেখে হাঁপিয়ে উঠেছেন দর্শকরাও।
এরই চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে প্রচন্ড রাগে রনংদেহী মূর্তি ধারণ করেছে যমুনা। সেই অবস্থাতেই হাতে কাস্তে নিয়ে আর্যাকে তাড়া করছে সে। আর যমুনার তাড়া খেয়ে দৌড়তে দৌড়তে হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায় আর্যা । এই ভিডিও দেখে নেটপাড়ায় উঠেছে হাসির রোল। কেউ লিখেছেন ‘যমুনা খেপি’, আবার কেউ দিয়েছেন সিরিয়ালের বন্ধের ডাক।