বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগাসিরিয়াল। তাই কর্মব্যস্ত জীবন থেকে অবসর মিলতেই পছন্দের সিরিয়াল দেখতে বসে যান দর্শকরা। সিরিয়াল প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এমনই সিরিয়াল হল ‘যমুনা ঢাকি (Jamuna Dhaki)’।সিরিয়ালে ইতিমধ্যেই গ্রামের একজন সামান্য ঢাকির মেয়ে থেকে জমিদার কেদার রায়ের বাড়ির বউ হয়ে রিয়্যালিটি শোয়ের চ্যাম্পিয়ন হয়েছে সে।
এখন তার লক্ষ্য জীবনে অরোও বড় কিছু করে দেখানো। অন্যদিকে যমুনার বর সঙ্গীতকে পাওয়ার আশায় একের পর এক কুকীর্তি করে চলেছে এই সিরিয়ালের খল নায়িকা আর্যা। বারবার ব্যর্থ হলেও নিত্যনতুন ছলচাতুরি নিয়ে হাজির হয় সে। তার জীবনের যেন একটাই মন্ত্র, যে করেই হোক যমুনাকে সরিয়ে সঙ্গীত কে বিয়ে করেই ছাড়বে সে।
কিছুদিন আগেই ফের একবার আর্যার সঙ্গীত কে বিয়ে করার স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে দিয়ে আসল সত্যি সামনে আনে যমুনা। এরপর আবার যমুনা কে বিপদে ফেলতে উঠে পড়ে লাগে আর্যা আর তাথৈ। তাই যমুনার ঢাক বাজানোর কম্পিটিশনে ইচ্ছা করে যমুনার কানের গোড়ায় বড়ো লাইটের স্ট্যান্ড ফেলে দেয় তারা। এরপর থেকে কালা হয়ে যায় যমুনা।
তবে ইতিমধ্যেই দেখা গিয়েছে আর্যার সমস্ত চেষ্টা ব্যর্থ করেই কানের অপরেশন করেছে যমুনা। এরপর সকলের বারণ সত্ত্বেও প্রতিযোগিতায় অংশ নিয়েছে সে। শুধু তাই নয় এরপর অসুস্থ শরীরে সারা দেশের তাবড় বাজিয়েদের হারিয়ে প্রতিযোগিতায় জিতে সকলকে একেবারে তাক লাগিয়ে দেয় যমুনা।
ইতিমধ্যেই টিভির পর্দায় সম্রচারিত হয়েছে এই পর্ব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই পর্বের ভিডিও শেয়ার করেছেন চ্যানেল কর্তৃপক্ষ। সেই ভিডিও দেখেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক ট্রেনিং। এক নেটিজেনের প্রশ্ন কানের এত বড় একটা অপরেশনের পরেই এত বড় কানের দুল পরে কীভাবে ঢাক বাজাতে চলে এল ঢাকি।