বাঙালি দর্শকদের মধ্যে সিরিয়ালের জনপ্রিয়তা সর্বদাই তুঙ্গে। দিনের শেষে কাজ মিটিয়ে টিভির সামনে বসে পছন্দমত সিরিয়াল দেখতে সকলেই পছন্দ করেন। আর দর্শকদের পছন্দের সিরিয়ালের তালিকায় রয়েছে জি বাংলার ‘যমুনা ঢাকি (Jamuna Dhaki)’ সিরিয়ালটি। সিরিয়ালে এক ঢাকির মেয়ে হয়ে যমুনার জমিদার বাড়িতে বউ হয়ে যোগ্য সন্মান আদায়ের লড়াইকেই দেখানো হয়েছে। সিরিয়ালের মূল যমুনার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)।
তবে সিরিয়ালের আরেক চরিত্র দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। তিনি হলেই বিন্দুবাসিনী দেবী। সিরিয়ালে জমিদারের মায়ের চরিত্রে রয়েছেন তিনি। আর বিন্দুবাসিনী দেবীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোমা দে (Soma Dey)। দীর্ঘদিন ধরেই অভিনয় জগতের সাথে যুক্ত তিনি। নিজের দক্ষ অভিনয় দিয়ে সিরিয়ালটিকে আরো জনপ্রিয় করে তুলেছেন অভিনেত্রী।
কিন্তু জানেন কি অভিনেত্রী হতে চাননি সোমা দে। ইচ্ছা ছিল গায়িকা হবার। এদিকে পরিচালক অর্চন চক্রবর্তী তার ছবি দেখেই তাকে একটি ছবির প্রস্তাব দিয়ে বসেন। কোনো পার্শ্ব চরিত্র নয় একেবারে নায়িকার চরিত্র। সেই প্রস্তাবে রাজি হয়ে যান সোমা, এরপর ১৯৭২ সালে প্রথম আত্মপ্রকাশ করেন ‘জীবনের জটিলতা’ ছবির মাধ্যমে। এরপর থেকেই নানান ছবির অফার আসতে শুরু করে।

মজার কথা হল, সোমা দে অভিনয়ের জগতে প্রবেশ করুন এটা চাননি তার পরিবার। কিন্তু অভিনেত্রীর আগ্রহ ছিল, তাই সেই সময়ে নিজেকে প্রমাণ করেছিলেন। প্রথম ছবির রিলিজ হওয়ার আগে অভিনেত্রী একটি বোর্ডিং এ থাকতেন। ছবি রিলিজ হবার পর পরিবারের লোক অভিনয়ে সম্মতি দেয়। এরপর একে একে বহু হিট ছবিতে দেখা গিয়েছে তাকে।
‘বন্দী বিধাতা’, ‘শঙ্খবিষ’ এই ছবিগুলির পর আরো বিখ্যাত হয়ে পড়েন অভিনেত্রী। আর তারপর থেকেই কোনো দিন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। বর্তমানে অভিনেত্রীকে যমুনা ঢাকি ছাড়াও এই পথ যদি না শেষ হয় সিরিয়ালেও দেখা যাচ্ছে। অভিনেত্রী বিবাহিত, দুই সন্তান রয়েছে। অনেকেই ভাবেন যে দীপঙ্কর দে তার স্বামী ছিলেন যেটা একেবারেই ভুল। অভিনেত্রীর স্বামী ও ছেলে ক্যামেরার সামনে আসতে চাননা তাই তাদের সম্পর্কে খুব একটা তথ্য মেলেনি।
তবে যেমনটা জানা যায় অভিনেত্রীর স্বামীর নাম বিবেক চ্যাটার্জী। তার দুই সন্তানের এক মেয়ে হল যাজ্ঞসেনী চ্যাটার্জী (jagyaseni chatterjee) ও ছেলে স্যমন্তক চ্যাটার্জি (syamantak chatterjee)। অভিনেত্রীর অভিনয় ছাড়াও নাচ থেকে শুরু করে আঁকায় দক্ষতা রয়েছে। স্কটিশচার্চ কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে স্নাতক হয়েছিলেন অভিনেত্রী।














