বাংলা সিরিয়াল (Bengali Serial) নিয়ে বাঙালি মাতামাতি কম নয়! আসলে সারাদিনের শেষে বিনোদনের পালা সিরিয়ালেই মেতে কিনা। তবে আজকাল যে সিরিয়ালেই দেখুন না কেন সেখানেই বিয়ের সাজাই বাজছে। যেন শীতের মরশুমে বিয়ের হিড়িক লেগেছে। তবে সিরিয়াল আলাদা হলেও একটা বিষয় কিন্তু সবার ক্ষেত্রেই একই। কি ভাবছেন? উড়ন্ত সিঁদুর (flying sindur)? হ্যাঁ ঠিকই ধরেছেন। আজকাল উড়ন্ত সিঁদুর পরে নায়ক নায়িকার বিয়ে হওয়াটা একেবারে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
যেখানে সামাজিক বিয়ের নিয়ম অনুযায়ী বর নিজের হাতে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় সেখানে সিরিয়ালে সিঁদুর উড়তেই বেশি পছন্দ করে। সিরিয়ালের এমন সমস্ত কান্ডকারখানা দেখে সোশ্যাল মিডিয়াতে মিমের বন্যা বয়ে গিয়েছে প্রতিবারই। এমনিতেই বাংলা সিরিয়াল নিয়ে সোশ্যাল মিডিয়াতে খিল্লি জমি হয় না। একাধিক মিম পেজ রয়েছে যেখানে সিরিয়ালের এমন সমস্ত কান্ড কারখানা নিয়ে মজার ছবি থেকে ভিডিও তৈরী করে শেয়ার করা হয়।
এমনই একটি পেজ হল ‘মাসিইইই – Masiiii’, যেখানে বাংলা সিরিয়ালের বিয়েতে উড়ন্ত সিঁদুর দান নিয়ে তৈরী করা হয়েছে মজাদার কিছু মিম। আর এই মিমের মাধ্যমেই দেখানো হয়েছে কিভাবে বাঙালি সিরিয়ালের বিয়ে রশিদুর উড়ে গিয়ে ঠিক নায়িকাদের সিথিতেই টার্গেট করে এসে পরে!
একটি বা দুটি নয় একাধিক সিরিয়ালের ছবি দেখা গিয়েছে এই মিমের তালিকায়। যাদের মধ্যে রয়েছে, ‘বরণ’ এর তিথি, ‘খেলাঘর’ সিরিয়ালের পূর্ণা, ‘গ্রামের রানী বীণাপাণি’র বীণা, ‘মন ফাগুন’ সিরিয়ালের পিহু। এমনকি কিছুদিন আগেই শুরু হওয়া ‘গাঁটছড়া’ সিরিয়ালেও একই ধরণের দৃশ্য দেখানো হয়েছে। যেখেনে সিরিয়ালের প্রোমোতেই রয়েছে বিসর্জনের সময় ঘাটে উড়ন্ত সিঁদুর গিয়ে পড়েছে নায়িকার সিঁথিতে।
অনেকের মতে নায়ক নায়িকাদের এমন অস্বাভাবিক বিয়ে দেখতে দকেহতে অভ্যস্ত হয়ে পড়েছে দর্শকেরাও। তবে অন্যদিকে এই সমস্ত বিয়ে দেখে এক সিরিয়ালের খলনায়িকা আবার বেজায় চটেছে। হ্যাঁ ঠিকই ধরেছেন ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের আর্যার কথাই বলা হয়েছে। দেখা মিমে তাকে বলতে দেখা যাচ্ছে, ‘কই ছ-ছবার বিয়ের পিঁড়িতে বসে ভুলক্রমে একবারও তো সিঁথিতে সিঁদুর পরলো না আমার!’
সোশ্যাল মিডিয়াতে এই মিম দেখে হেসে গড়াগড়ি নেটিজেনদের। আর সাথে অনেকেই আবার নানা ধরণের মজার মন্তব্যও করেছেন। কারোর মতে, ‘সিঁদুরের সাথে নায়িকাদের সিঁথির সাত জন্মের বন্ধন । আর যাই হোক , সিঁদুরটা মাথায় পড়বে না , সিঁথিতে গিয়েই পড়বে’। তো কেউ বলেছেন আসলে এই সিঁদুর নিউটনের তৃতীয় সূত্র মেনে চলে।