• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘যে গাছে ফল থাকে তা সবসময় নুয়ে থাকে’! মিঠুনের প্রশংসায় পঞ্চমুখ যমুনা ঢাকি শ্বেতা 

অবসর সময়ে সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। বিকেল গড়িয়ে সন্ধ্যে নামলেই টিভির পর্দায় শুরু হয়ে যায় একের পর এক সিরিয়ালের আসর। দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল জি বাংলার ‘যমুনা ঢাকি’ (Januma Dhaki)’। ধারাবাহিকে এই যমুনা ঢাকির চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweata Bhattacharya)।

দুর্দান্ত অভিনয় এর পাশাপাশি যমুনা অভিনেত্রী শ্বেতা যে দারুন নাচ করেন একথা এতদিনে কমবেশি সকলেই জানেন। জি বাংলার ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শোয়ের প্রতিযোগি হিসাবেই শুরু হয়েছিল শ্বেতার টেলিভিশনের যাত্রা। ২০১০ সালে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘সিঁদুর খেলা’-র হাত ধরে ভাগ্যের চাকা ঘুরে যায় আজকের যমুনা অভিনেত্রী শ্বেতার। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে অভিনেত্রী যুক্ত রয়েছেন এই পেশার সাথে।

   

যমুনা ঢাকি,Januma Dhaki,শ্বেতা ভট্টাচার্য,Sweata Bhattacharya,প্রজাপতি,Projapoti,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,দেব,Dev

দীর্ঘদিনের এই অভিনয় জীবনে শ্বেতা অভিনয় করেছেন একের পর এক জনপ্রিয় মেগা সিরিয়ালে। তাই সিরিয়ালের দৌলতেও বাংলা সিরিয়াল প্রেমীদের কাছে নিজের নামের চেয়ে চরিত্রদের নামেই বেশি পরিচিত অভিনেত্রী। সদ্য শেষ হয়েছে শ্বেতা অভিনীত জনপ্রিয় সিরিয়াল ‘যমুনা ঢাকি’।আসলে সিরিয়াল শেষ হয়ে গেলেও সিরিয়ালের চরিত্রদের একেবারেই ভুলতে পারেন না দর্শক। শ্বেতা অভিনীত যমুনা ঢাকি চরিত্রটাও তাই। এই কারণেই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরেও দর্শকরা তাকে যমুনা নামেই চেনেন। সম্প্রতি শ্বেতার অভিনয় জীবনে এসেছে নতুন মোড়। খুব শিগগিরই ‘প্রজাপতি’ (Projapoti) সিনেমার হাত ধরে বড় পর্দায় পা রাখতে চলেছেন তিনি।

যমুনা ঢাকি,Januma Dhaki,শ্বেতা ভট্টাচার্য,Sweata Bhattacharya,প্রজাপতি,Projapoti,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,দেব,Dev

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই সিনেমার শুটিং। এই ছবিতে শ্বেতা অভিনয় করছেন বাংলা সুপারস্টার দেব (Dev)-এর বিপরীতে। এছাড়া এই সিনেমাতাই রয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তীও (Mithun Chakraborty)। তাই প্রথম সিনেমাতেই এমন বড় মাপের অভিনেতাদের সাথে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়ে সম্প্রতি টিভি নাইন বাংলার সাথে এক সাক্ষাৎকারে বসেছিলেন শ্বেতা।

Jamuna Dhaki Sweta Bhattacharya with Dev

মিঠুন চক্রবর্তী দেব প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন দেবের সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। তার তিনি যে সিরিয়াল থেকে এসেছেন সে কথা একবারও বুঝতে দেওয়া হয়নি তাকে। শ্বেতার কথায় দেব যেভাবে সকলের সাথে মিশে  গিয়ে গল্প করে কথা বলেন তা সত্যিই খুব ভালো লাগে তার।  উনি যে সুপারস্টার সেটা সেটা কাউকে বুঝতেই দেন না তিনি।

Jamuna Dhaki Sweta Bhattacharya with Mithun Chakraborty

এরপরেই মিঠুনের প্রশংসায় পঞ্চমুখ শ্বেতা বলেছেন অভিনেতা কে তিনি নাকি মন থেকে ভালোবেসে ফেলেছেন। জানা যায় শ্বেতার মতোই মিঠুনের ভক্ত তার মাও। সেই সাথে শ্বেতা জানিয়েছেন তিনি একাই মিঠুন চক্রবর্তীর ভক্ত নন মিঠুনও নাকি তার অভিনয়ের দারুন প্রশংসা করেছেন।  অভিনেতা নিজে এসে নাকি তার অভিনয় দেখে তাকে বলেছিলেন তুমি এত ভালো অভিনয় করো এত ন্যাচারাল অভিনেতা তোমার ভালো হবে। তাই মিঠুনের প্রশংসায় শ্বেতা বলেছেন ‘যে গাছে প্রচুর ফল থাকে তা যেমন সবসময় নুয়ে থাকে। উনিও তাই মাটির মানুষ’।