• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই না পারলেও করে দেখালো যমুনা ঢাকি, দেবের সাথে শুটিং করলেই শ্বেতা, রইল ভাইরাল ছবি

ছোটপর্দার অভিনেত্রীদের টলিউডে আসা নতুন নয়। সময়ে সময়ে একাধিক সিরিয়ালের অভিনেত্রী সিনেমায় এসেছেন। এবার টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টচার্য (SwetamBhattacharya) টলিউডে ছবি করতে চলেছেন। ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki) সিরিয়ালে যমুনা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সিরিয়াল ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তবে এবার সোজা বড়পর্দার নায়িকা হতে চলেছেন তিনি।

বাংলার সুপারস্টার দেবের (Dev) সাথে রুপোলি পর্দায় দেখা যাবে স্বেতা ভট্টাচার্যকে। স্বাভাবিকভাবেই অভিনেত্রীর কাছেও এটা যেমন খুশির খবর, তেমনি ভক্তদের কাছেও দারুণ খবর। কারণ অভিনয়ের শুরুর দিকেই সুপারস্টারদের সাথে কাজ করা কেরিয়ারের জন্যও বেশ ভালো। এখন প্রশ্ন কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে? দেয়ার দেবের নায়িকা হিসাবেই কি দেখা যাবে তাকে?

   

jamuna dhaki  Sweta Bhattacharya

এই দুই প্রশ্নের উত্তরই মিলেছে ইতিমধ্যেই। আসন্ন প্রজাপতি ছবিতে একসাথে অভিনয় করতে দেখা যাবে দেব ও স্বেতা ভট্টাচার্যকে। শুধু তাই নয়, মিঠুন চক্রবর্তীকেও দেখা যাবে এই সিনেমায়। ছবিতে ঠিক নায়িকার চরিত্রে নয় তবে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রেই থাকছেন শ্বেতা। ছবির মূল ইউ এসপি হল মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্কর জুটি। মৃগয়া ছবির পর দীর্ঘ কয়েক দশক পেরিয়ে আবারও একসাথে কাজ করতে দেখা যাবে তাদের।

Jamuna Dhaki Sweta Bhattacharya with Dev

যেমনটা জানা যাচ্ছ ছবির শুটিং পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দেব ও মিঠুন মিলে প্রথম দিনের শুটিং করেছিলেন। সাথে শ্বেতাকেও দেখা গিয়েছিল শুটিং ফ্লোরে। শুটিংয়ের একগুচ্ছ ছবি এদিন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে।

Jamuna Dhaki Sweta Bhattacharya with Mithun Chakraborty

কোনো ছবিতে দেবকে জড়িয়ে ধরে পোজ দিতে দেখা যাচ্ছে শ্বেতাকে। অন্য ছবিতে মিঠুন চক্রবর্তীর সাথে দেখা যাচ্ছে তাকে। কাজের ফাঁকে যে দিব্যি আড্ডা আর ফটোশুট চলেছে সেটা বোঝাই যাচ্ছে। অবশ্য সেখানে টলিউডের আর এক জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়কেও দেখে গিয়েছে।

প্রসঙ্গত, এর আগেও টলিউডের ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। সিরিয়ালে কাজ শুরুর অনেক আগেই সিনেমায় আসার সুযোগ পেয়েছিলেন তিনি। ক্লাস নাইনে পড়ার সময়েই পরিচালক রাজ চক্রবর্তীর ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে নায়িকার চরিত্রে ছিলেন তিনি। প্রথম ছবিই সুপার হিট হয়েছিল। এরপর লে ছক্কা, চ্যালেঞ্জ, প্রেম আমার এর মত ছবিতে দেখা গিয়েছিল শ্বেতা ভট্টাচার্যকে।