• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড়লোকের বাথরুমের থেকেও ছোট ছিল ঘর, নুন দিয়ে এক বেলা ভাত জুটত! ‘যমুনা ঢাকি’র জীবন যেন সিনেমা

বাঙালি দর্শকদের বিনোদনের চাহিদা মেটাতে সন্ধ্যে নামলেই টিভির পর্দায় বসে সিরিয়ালের (Serial) আসর। নানা স্বাদের নানা গল্পের সিরিয়াল দেখা যায় বিভিন্ন চ্যানেলে। আর দর্শকদের প্রিয় একটি সিরিয়াল হল জি বাংলার ‘যমুনা ঢাকি (Januma Dhaki)’। ঢাকির মেয়ে যমুনা জমিদার বাড়ির বৌ হয়েছে গল্পে। কিন্তু আর পাঁচটা সিরিয়ালের মত সেখানেও ষড়যন্ত্রে ভরপুর। যদিও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় সিরিয়ালটি। ধারাবাহিকে যমুনা ঢাকির ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।

এর আগেও বেশ কিছু হিট ধারাবাহিকে অভিনয় করেছেন শ্বেতা। আজ তার জনপ্রিয়তা, খ্যাতি, বা অর্থ কিছুরই অভাব নেই। কিন্তু শ্বেতার প্রথম জীবনে শুরুটা মোটেই এমন ছিলনা। তখন অভিনেত্রী ক্লাস টেনে পড়েন, ডান্স বাংলা ডান্স এর প্রতিযোগী হিসেবেই তিনি এসেছিলেন। কিন্তু সেখান থেকেই হঠাৎ তার সুযোগ হয়ে যায় একটি সিরিয়ালে। তিনি জানিয়েছেন কোনোদিন অভিনয় করার কথা ভাবেনওনি তিনি।

   

শ্বেতা ভট্টাচার্য,যমুনা ঢাকি,শ্বেতা ভট্টাচার্য জীবনী,টলিউড,বাংলা সিরিয়াল,Sweta Bhattacharya,Jamuna dhaki,Bengali serial

আসলে শ্বেতা খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একবার দিদি নং ওয়ানের মঞ্চে এসে নিজের জীবনের কঠিন লড়াইয়ের কথা সকলের সাথে শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী। তিনি জানান, নাচই তার প্রাণ ছিল, কোনদিন ভাবেননি অভিনয় করবেন। লাইট, ক্যামেরা সম্পর্কে কিছুই জানতেন না তিনি। মা তখন অসুস্থ, তাই বাবার হাত ধরেই তিনি সেটে যেতেন তিনি।

শ্বেতা ভট্টাচার্য,যমুনা ঢাকি,শ্বেতা ভট্টাচার্য জীবনী,টলিউড,বাংলা সিরিয়াল,Sweta Bhattacharya,Jamuna dhaki,Bengali serial

পড়াশোনার পাশেপাশেই সমান্তরালে চলতে থাকে অভিনয়। আজ এত সফল হওয়ার পর পিছন ফিরে তাকালে অভিনেত্রী দেখতে পান সেই দুর্বিষহ দিন গুলো। ছোট বেলাতেই দাদাকে হারিয়েছেন শ্বেতা। সেই দুঃখ বুকে নিয়েই ঘুরতেন তার মা বাবা। একান্নবর্তী পরিবারে ছোট্ট একটা ঘরেই দিন কেটেছে তার।

শ্বেতা ভট্টাচার্য,যমুনা ঢাকি,শ্বেতা ভট্টাচার্য জীবনী,টলিউড,বাংলা সিরিয়াল,Sweta Bhattacharya,Jamuna dhaki,Bengali serial

এমনও সময় গিয়েছে দুপুরে কেবল নুন দিয়েই ভাত খেয়ে নিয়েছেন শ্বেতা। একবেলা খেতে পেলে তখন এটাও জানতেন না তাদের রাতের খাবার জুটবে কিনা তাদের৷ একদিন এক বন্ধুর বাড়ি গিয়ে কার্যত অবাক হয়ে গিয়েছিলেন শ্বেতা৷ কারণ তাদের বাথরুমের থেকেও ছোট ঘরেই শ্বেতার বেড়ে ওঠা৷ তবে আজ তিনি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ৷ এর আগে তুমি রবে নীরবে, জড়োয়ার ঝুমকোর মত ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি৷ একসময়ের দুঃখ এখন কেবলই সফলতা হিসেবে ঝরে পড়েছে।