• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেবের নায়িকা হতেই ভোলবদল! ছোট পোশাকের ছুৎমার্গ ভুলে ওয়ান পিসে ধরা দিলেন শ্বেতা

Published on:

Sweta Bhattacharya in Short Dress at Projapoti Movie Sucess Celebration

বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি যমুনা নামেই বেশী পরিচিত। প্রসঙ্গত গতবছরই জি বাংলার পর্দায় শেষ হয়েছে শ্বেতা অভিনীত জনপ্রিয় সিরিয়াল ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki)।

যদিও এই সিরিয়াল শেষ হতেই একের পর এক ঠাসা কাজ এসেছে অভিনেত্রীর হাতে। বর্তমানে ‘সোহাগ জল’ (Sohag Jol) সিরিয়ালে জুঁইয়ের চরিত্রে অভিনয় করছেন শ্বেতা। এই ধারাবাহিকে তার বিপরীতে স্বামী শুভ্র-র চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা হানি বাফনা (Honey Bafna)। অল্পদিনে দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছ শ্বেতা-হানি জুটির রসায়ন।

Actress Sweta Bhattacharya opens up about her marriage plan with co-actor Rubel Das

তবে শুধু সিরিয়াল নয় শ্বেতা ইতিমধ্যেই পা রেখেছেন বড় পর্দাতেও। গত বছরের শেষে বড়দিনের আগেই, বড় পর্দায় মুক্তি পেয়েছে শ্বেতার প্রথম সিনেমা ‘প্রজাপতি'(Projapoti)। প্রসঙ্গত প্রথম সিনেমাতেই শ্বেতা অভিনয় করেছেন টলিউডের সুপারস্টার দেবের (Dev) বিপরীতে। তার ওপর উপরি পাওনা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং মমতা শংকরের (Mamta Shankar) মতো দুই বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রীর সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,যমুনা ঢাকি,Jamuna Dhaki,সোহাগ জল,Sohag Jol,প্রজাপতি,Projapoti,ছোট পোশাক,Short Dress,Projapoti Sucess Celebration

প্রসঙ্গত বিগত ২৫ দিন ধরে প্রজাপতির বিরাট সাফল্যের জন্য একদিন আগেই বাংলার দুই প্রজন্মের দুই সুপারস্টার মিঠুন চক্রবর্তী এবং দেব অধিকারী গোটা টিম নিয়ে কেক কেটে সেলিব্রেট করেছেন। এদিন সেখানেই হাজির ছিলেন ছোট পর্দার যমুনা অর্থাৎ দেবের নায়িকা শ্বেতা ভট্টাচার্য। প্রসঙ্গত শ্বেতা বরাবরই এখনকার দিনের আর পাঁচ জন অভিনেত্রী থেকে বেশ আলাদা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,যমুনা ঢাকি,Jamuna Dhaki,সোহাগ জল,Sohag Jol,প্রজাপতি,Projapoti,ছোট পোশাক,Short Dress,Projapoti Sucess Celebration

সেকথা জানিয়ে কিছুদিন আগেই শ্বেতার প্রেমিক তথা অভিনেতা রুবেল দাস জানিয়েছিলেন পোশাক নিয়ে শ্বেতার ছুৎমার্গের কথা। সুন্দরী অভিনেত্রী হয়েও স্লিভলেস (Sleveless) কিংবা ছোট পোশাক (Short Dress) পরায় শ্বেতার আপত্তির কথা জানিয়ে রুবেল বলেছিলেন ক্যারিয়ার শুরু করার আগে থেকেই নাকি অভিনেত্রী  শর্ত দিয়েছিলেন স্লিভলেস হোক কিংবা ছোট পোশাক কখনই কোন রিভেলিং পোশাক পরতে পারবেন না তিনি।
বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,যমুনা ঢাকি,Jamuna Dhaki,সোহাগ জল,Sohag Jol,প্রজাপতি,Projapoti,ছোট পোশাক,Short Dress,Projapoti Sucess Celebration
অথচ এদিন ‘প্রজাপতি’র সাফল্য উদযাপনের পার্টিতে এই শ্বেতাকেই দেখা গেল হাঁটুর উপরে থাকা পোশাক পরে থাকতে। সেই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥