বাংলা সিরিয়ালের (Bengali Serial) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে তিনি যমুনা নামেই বেশী পরিচিত। প্রসঙ্গত গতবছরই জি বাংলার পর্দায় শেষ হয়েছে শ্বেতা অভিনীত জনপ্রিয় সিরিয়াল ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki)।
যদিও এই সিরিয়াল শেষ হতেই একের পর এক ঠাসা কাজ এসেছে অভিনেত্রীর হাতে। বর্তমানে ‘সোহাগ জল’ (Sohag Jol) সিরিয়ালে জুঁইয়ের চরিত্রে অভিনয় করছেন শ্বেতা। এই ধারাবাহিকে তার বিপরীতে স্বামী শুভ্র-র চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা হানি বাফনা (Honey Bafna)। অল্পদিনে দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছ শ্বেতা-হানি জুটির রসায়ন।
তবে শুধু সিরিয়াল নয় শ্বেতা ইতিমধ্যেই পা রেখেছেন বড় পর্দাতেও। গত বছরের শেষে বড়দিনের আগেই, বড় পর্দায় মুক্তি পেয়েছে শ্বেতার প্রথম সিনেমা ‘প্রজাপতি'(Projapoti)। প্রসঙ্গত প্রথম সিনেমাতেই শ্বেতা অভিনয় করেছেন টলিউডের সুপারস্টার দেবের (Dev) বিপরীতে। তার ওপর উপরি পাওনা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং মমতা শংকরের (Mamta Shankar) মতো দুই বর্ষীয়ান অভিনেতা অভিনেত্রীর সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ।
প্রসঙ্গত বিগত ২৫ দিন ধরে প্রজাপতির বিরাট সাফল্যের জন্য একদিন আগেই বাংলার দুই প্রজন্মের দুই সুপারস্টার মিঠুন চক্রবর্তী এবং দেব অধিকারী গোটা টিম নিয়ে কেক কেটে সেলিব্রেট করেছেন। এদিন সেখানেই হাজির ছিলেন ছোট পর্দার যমুনা অর্থাৎ দেবের নায়িকা শ্বেতা ভট্টাচার্য। প্রসঙ্গত শ্বেতা বরাবরই এখনকার দিনের আর পাঁচ জন অভিনেত্রী থেকে বেশ আলাদা।