বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় অভিনেত্রী হলেন চাঁদনী সাহা (Chandni Saha)। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki) এর গীত (Geet) চরিত্রের হাত ধরেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু এবার অভিনয় ছেড়ে অন্য পেশায় নাম লেখালেন গীত অভিনেত্রী চাঁদনী।
অনেকেই হয়তো জানেন না অভিনয়ের পাশাপাশি আরো একটি বিশেষ গুণের অধিকারী চাঁদনী। সেটা হল লেখালিখি। বরাবরই লিখতে ভালবাসেন তিনি। কিন্তু কখনো সেই ভাবে সুযোগ হয়ে ওঠেনি। তবে এবার সেই সুযোগ পেয়ে নিজের মনের কথা খুবই স্পষ্ট ভাবে কবিতার মধ্যে দিয়ে তিনি উজাড় করে দিয়েছেন নিজের লেখা প্রথম বইয়ের পাতায়।
এবারের বইমেলায় প্রকাশিত (Book Release) হয়েছে চাঁদনীর লেখা প্রথম বই ‘তিন সত্যি’ (Tin Sotyi)। সম্প্রতি অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিয়ে অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছেন ‘আমার প্রথম কবিতার বই “তিন সত্যি” রোদরং প্রকাশনা থেকে প্রকাশ পাচ্ছে। রোদরং এর সম্পাদক,লেখক এবং আমার বন্ধুসম শুভঙ্কর চট্টোপাধ্যায় এবং রোদরং প্রকাশনা নিজের দায়িত্বে বই টি করছে’।
এরপরেই অভিনেত্রী জানিয়েছেন ‘আমার অনেক দিনের ইচ্ছে, আমার কিছু লেখা যে নির্দ্বিধায় আমি সকলের সামনে আনতে পারছি, এই ভাবনা আমায় সত্যি খুব আনন্দিত করছে। নিজের ভাবনা, চিন্তা, উপলব্ধি এই সব কিছুর মিশ্রণ আমি আমার বই তে রাখতে চেয়েছি।এবার,আমার মতন করে যারা ভাবে তাঁদের ভালো লাগবে কিনা,সেই নিয়ে আমি বেশ চিন্তিত হলেও আশাবাদী বটে’।
প্রসঙ্গত ‘যমুনা ঢাকি’ সিরিয়াল শেষ হওয়ার পর চাঁদনীকে দেখা গিয়েছিল স্নেহাশীষ চক্রবর্তী প্রযোজিত স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মাধবীলতা’ তে। এই সিরিয়ালে নায়িকা মাধবীর দিদির চরিত্রে অভিনয় করেছিলেন চাঁদনী। এই সিরিয়ালে তাঁর চরিত্রের নাম হয়েছিল মালতি।
প্রসঙ্গত ২০১১ সালে ‘বিন্দি’ সিরিয়ালের হাত ধরে অভিনয় জীবনের শুরু করেছিলেন চাঁদনী। পরবর্তীতে অভিনয় করেছেন আরও একাধিক চরিত্রে। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ১০ বছরপার করে ফেলেছেন অভিনেত্রী।