• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এত বড় সাহস! কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সেজে মিমিক্রি করছেন জনি লিভার কন্যা জেমি

Published on:

দ্য কপিল শর্মা শো,The Kapil Sharma Show,কপিল শর্মা,Kapil Sharma,জেমি লিভার,Jamie Lever,আশা ভোঁসলে,Asha Bhosle

ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় কমেডি শো হল ‘দ্য কপিল শর্মা শো’ (The Kapil Sharma Show)। সপ্তাহের শেষে দমফাটা হাসির এপিসোড নিয়ে হাজির হন কমেডি কিং কপিল শর্মা (Kapil Sharma) । সম্প্রতি এই শো-তে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সুনিধি চৌহ্বান, হর্ষদীপ কউর, সালিম-সুলেমান এবং সলমন আলির মতো সুরের জগতের বিখ্যাত ব্যক্তিত্বরা।

দেশের নামকরা সব সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে এদিন কপিল শর্মা শোয়ের মঞ্চে বসেছিল চাঁদের হাট।উল্লেখ্য কপিলের এই শোয়ে অভিনেত্রী হিসাবে দেখা যায় জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভারের মেয়ে জেমি লিভার। উল্লেখ্য ইতিমধ্যেই এই শো-তে এসে একাধিক তারকাদের নকল করে দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন জেমি।

The Kapil Sharma Show coming Back

আর এদিন শোয়ে উপস্থিত সঙ্গীত শিল্পীদের সামনেই কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের নকল করে দেখালেন জেমি। ইতিমধ্যেই এই এপিসোডের একটি নতুন ভিডিও শেয়ার করা হয়েছে সোনি এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে। এদিনের ওই ভিডিওতে দেখা যাচ্ছে ,আশা ভোঁসলের কায়দায় সাদা রঙের একটি সিল্কের শাড়ি পরেছেন জেমি।

দ্য কপিল শর্মা শো,The Kapil Sharma Show,কপিল শর্মা,Kapil Sharma,জেমি লিভার,Jamie Lever,আশা ভোঁসলে,Asha Bhosle

এরপর তার ভাবভঙ্গি নকল করে অতিথিদের উদ্দেশে জনি-কন্যা মজার ছলে বলে ওঠেন, ‘আগেকার মতো কিছুই আজকাল আর নেই। যুগ বদলে গেছে। আগে তানসেন গাইলে আগুন জ্বলে উঠত। আর এখন সুনিধি গাইলে হর্ষদীপ জ্বলে ওঠেন আবার হর্ষদীপ গাইলে সুনিধি জ্বলে ওঠেন! আর এঁরা দু’জন যখন গান করেন তখন আমি আর থাকতে পারি না।’

এরপরেই আশা ভোঁসলের অনুকরণে জেমি বলেন, ‘শরীরচর্চার উপরেও গান রয়েছে আমার।’ এরপরেই বিখ্যাত গান ‘পিয়া তু অব তো আ যা’ গাইতে শুরু করে দেন তিনি। কিন্তু এর সাথে শরীর চর্চার যোগসূত্র কোথায় বুঝতে পারছিলেন না কপিল। তখনই নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম করার ভঙ্গিতে ‘আ হা হা, আ হা হা’ করে গাইতে শুরু দেন তিনি। এরপরেই মঞ্চে উপস্থিত সকলে দমফাটা হাসিতে ফেটে পড়েন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥