• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্রেকিং খবর: ৯০ বছর বয়সে প্রয়াত হলেন ‘জেমস বন্ড’ অভিনেতা সিন কানেরি

Published on:

জেমস বন্ড! ছোট থেকে বড় হলিউডের (Hollywood) এই ছবি প্রত্যেকেরই মনে আছে। জেমস বন্ড (James Bond)চরিত্রে অভিনয় করেছিলেন হলিউডের বিখ্যাত অভিনেতা সিন কানেরি (Sean Connery)। শনিবার ৯০  বছর বয়সে প্রয়াত হন এই প্রবীণ অভিনেতা। অভিনেতার পারিবারিকসূত্রে তার মৃত্যুর খবর জানা গিয়েছে। যেমনটা জানা যাচ্ছে মারা যাবার পূর্বে অভিনেতা অসুস্থ ছিলেন।

১৯৩০ সালের ২৫শে অগাস্ট এক স্কটিশ পরিবারে জন্ম হয়েছিল সিন কানেরির। অভিনেতার বাবা একটি ফ্যাক্টরির হয়ে গাড়ি চালাতেন। অল্প বয়সেই তিনি কাজে যোগ দেন পরিবারের আর্থিক দুর্দশার কারণে। দুধবিক্রির মাধ্যমে তিনি কর্মজীবনে প্রবেশ করেছিলেন। এরপর বহু চাকরি পরিবর্তন করেছেন। গাড়ির ড্রাইভারী করেছেন, কাজ করেছেন নেভির হয়েও কিন্তু সেটিও দীর্ঘস্থায়ী হয়নি। শেষমেশ ৫০ এর দশকে অভিনয়ের প্রতি টান জন্মনেযা ও ‘কিংস থিয়েটারে (King’s Theatre)’ ব্যাকস্টেজে কাজ করতে থাকেন। সেখান থেকেই ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ মেলে। কঠিন পরিশ্রমের পর প্রথম ‘নো রোড ব্যাক’ ছবিতে অভিনয়ের সুযোগ মেলে।

এরপর ধীরে ধীরে কপাল ফায়ার যায় অভিনেতার, ‘জেমস বন্ড’ ছবিতে ‘এজেন্ট ০০৭ (Agent 007)’ এর চরিত্রে অভিনয়  তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনেদেয়। অভিনেতা মোট ৭টি জেমস বন্ড ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের জন্য ১৯৮৮ সালে অস্কার পেয়েছেন। সাথে BAFTA পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন। অভিনেতার এমন প্রয়ানে হলিউড সিনেমা জগতে শোকের ছায়া নেমে এসেছে। সাথে জেমস বন্ড প্রেমীরাও শোকাহত হয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥