করোনার (Covid 19) দ্বিতীয় ঢেউয়ে ফের শোকের ছায়া নেমে এলো বলিউডে (Bollywood) । আগের বারের থেকে এবারের করোনার থাবা অনেক বেশি মারাত্মক আকার ধারণ করেছে। বাদ যাচ্ছেনা ৮ থেকে ৮০ কেউই। এবার করোনা কোপে প্রয়াত বিখ্যাত বলিউডের সম্পাদক অজয় শর্মা (Ajay Sharma)।
মাত্র ৩০ বছর বয়সেই অকাল প্রয়াণ হয় অজয়ের। মঙ্গলবার রাত্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অজয়। বছর ৫ এক হল বিয়ে হয়েছিল তার। স্ত্রী এবং ৪ বছরের ছোট্ট পুত্র সন্তানকে একা করে দিয়েই চলে গেলেন অজয়। তার মৃত্যুতে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে গোটা বলিমহলেই।
‘লুডো’, ‘কারওয়া’, ‘ইন্দু কি জওয়ানি’, ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘রাশভারি’, ‘জগ্গা জাসুস’ এর মতো একাধিক নামজাদা সুপারহিট ছবিতে সম্পাদনার কাজ করেছেন অজয়। বর্তমানে তার হাতে ছিল তাপসী পান্নু অভিনীত ‘রেশমি রকেটের’ কাজ। কিন্তু এই ছবির কাজ শেষ হওয়ার আগেই চলে গেলেন তিনি।
সূত্রের খবর, গত দুই সপ্তাহ ধরে আইসিইউতে করোনার সঙ্গে লড়াই করছিলেন অজয়। নয়াদিল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই প্রসঙ্গে, অভিনেত্রী শ্রিয়া পিলগাওকার টুইট করেন, ‘আমরা অজয়কে হারালাম। শুধু ভাল সম্পাদকই ছিল না, ভাল মানুষ ছিল। কোনও মানে নেই।’ নিখিল আডবাণী লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেল।’