• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কি দারুন দেখতে! জি বাংলার ‘জগদ্ধাত্রী’কে দেখে চোখ ফেরানো দায়, রইল সুন্দরী নায়িকার পরিচয়

সিরিয়ালপ্রেমী দর্শকদের সারাদিনের ব্যস্ত জীবনে একমুঠো অক্সিজেনের মতো কাজ করে সিরিয়াল। ইদানিং সিরিয়াল দেখা দর্শকদের একপ্রকার রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। দিনে দিনে দর্শকমহলেও বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রায় প্রতি মাসেই বিনোদনমূলক  চ্যানেল গুলিতে আনা হচ্ছে একের পর এক নিত্যনতুন সিরিয়াল।

বিগত এক বছরে বিনোদনমূলক চ্যানেলগুলিতে পাল্লা দিয়ে আনা হচ্ছে একের পর এক নিত্যনতুন সিরিয়াল। তেমনই খুব শিগগিরই জি বাংলার পর্দায় আসতে চলেছে একটি নতুন সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)।ধামাকাদাড় সারপ্রাইজ প্রমো (Promo) দেখিয়ে প্রথমেই তাক লাগিয়ে দিয়েছে চ্যানেল কৰ্তৃপক্ষ। সেইসাথে সিরিয়ালের নায়িকা জগদ্ধাত্রীকে দেখে তুমুল হৈচৈ পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সুন্দরী নায়িকার আসল নাম পরিচয় (Real Identity) জানার জন্য দর্শকদের কৌতূহলের অন্ত নেই।

   

জগদ্ধাত্রী,Jagadhatri,প্রমো,Promo,নতুন নায়িকা,New Actress,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,আসল পরিচয়,Real Identity,সৌম্যদীপ মুখোপাধ্যায়,Soumyadeep Mukherjee

জানা যাচ্ছে নবাগাতা এই অভিনেত্রীর নাম অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। তবে অঙ্কিতা অভিনয়ে নতুন হলেও তিনি কিন্তু একজন জনপ্রিয় পেশাদার মডেল।  তাই তাকে দেখে অনেকেরই হয়তো চেনা চেনা মনে হতে পারে। ইতিপূর্বে  তাকে একাধিক ব্রান্ডের মুখ হিসাবে দেখা গিয়েছে একাধিক  শাড়ির বিজ্ঞাপনি প্রচারের  হোর্ডিং-এ দেখা গিয়েছে অঙ্কিতাকে। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাটলে বোঝা যায় শুধু শাড়িতেই নয় সেই সাথে ওয়েস্টার্ন ড্রেসেও সমান স্বাচ্ছন্দ তিনি।

জগদ্ধাত্রী,Jagadhatri,প্রমো,Promo,নতুন নায়িকা,New Actress,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,আসল পরিচয়,Real Identity,সৌম্যদীপ মুখোপাধ্যায়,Soumyadeep Mukherjee

এই মুহূর্তে অঙ্কিতার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা প্রায় ১২ হাজার। আগামী দিনে যা নিঃসন্দেহে আরো বাড়বে বলেই ধারণা। জি বাংলার এই আসন্ন ধারাবাহিকের অঙ্কিতা থাকবেন দ্বৈত ভূমিকায়। একদিকে দেখা যাচ্ছে বাড়িতে সে যখন থাকে তখন সে একেবারে ভীতু ঘরোয়া একটি শান্তশিষ্ট মেয়ে। যে সারাক্ষণ পূজোপাট থেকে শুরু করে পূজোর গোছানো সবকিছু একা হাতে সামলায়।

জগদ্ধাত্রী,Jagadhatri,প্রমো,Promo,নতুন নায়িকা,New Actress,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,আসল পরিচয়,Real Identity,সৌম্যদীপ মুখোপাধ্যায়,Soumyadeep Mukherjee

আবার সেই মেয়ে যখন বাইরে বেরোয় তখন সে একজন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার।  কখনো বন্দুক হাতে তো কখনও লাঠি নিয়ে গুন্ডাদের মেরে পাটপাট করে দিয়ে অসহায় মানুষদের উদ্ধার করে সে। ইতিমধ্যেই সিরিয়ালের এই প্রমো ব্যাপক সাড়া ফেলেছে দর্শকমহলে।  নিজের প্রথম প্রোজেক্ট নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমে মুখ খুলে ছিলেন অভিনেত্রী।

জগদ্ধাত্রী,Jagadhatri,প্রমো,Promo,নতুন নায়িকা,New Actress,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,আসল পরিচয়,Real Identity,সৌম্যদীপ মুখোপাধ্যায়,Soumyadeep Mukherjee

সেখানে প্রথমেই তিনি এই আসন্ন সিরিয়ালের প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন ‘আমাকে জগদ্ধাত্রী হিসেবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ।  আমাকে জগদ্ধাত্রী হিসেবে গড়ে তোলার জন্য অশেষ ধন্যবাদ’। ধারাবাহিকে অঙ্কিতার বিপরীতে থাকবেন জনপ্রিয় টেলি অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়  (Soumyadeep Mukherjee)।