বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। সারাদিনের ব্যস্ত জীবনে সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে রীতিমতো স্ট্রেস বাস্টারের কাজ করে এই সিরিয়াল। আর এখন তো সিরিয়াল দেখা দর্শকদের কাছে রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। দিনে দিনে দর্শকমহলেও বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রায় প্রতি মাসেই বিনোদনমূলক চ্যানেল গুলিতে আসছে একের পর এক নিত্যনতুন সিরিয়াল।
এখন আগের তুলনায় বদলে গিয়েছে বাংলা সিরিয়ালের দর্শকদের চাহিদা। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই এখনকার দিনের সিরিয়াল গুলিতে সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া নয় জোর দেওয়া হচ্ছে একেবারে ভিন্ন স্বাদের বিষয়বস্তুর ওপর। বিগত এক বছরে বিনোদনমূলক চ্যানেলগুলিতেও পাল্লা দিয়ে আনা হচ্ছে একের পর এক ভিন্ন স্বাদের সিরিয়াল।
তেমনই খুব শিগগিরই জি বাংলার পর্দায় আসতে চলেছে একটি নতুন সিরিয়াল ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)।ধামাকাদাড় সারপ্রাইজ প্রমো (Promo) দেখিয়ে প্রথমেই তাক লাগিয়ে দিয়েছেন এই সিরিয়ালের নির্মাতারা। শুরুতেই সোশ্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দিয়েছজন সিরিয়ালের সুন্দরী নায়িকা জগদ্ধাত্রী। তবে পিছিয়ে নেই এই সিরিয়ালের হ্যান্ডসাম নায়ক সৌম্যদীপ মুখোপাধ্যায়ও (Soumyadeep Mukherjee)।
প্রথম দেখায় অনেকেই হয়তো চিনতে পারেননি এই টেলি অভিনেতাকে। টেলি দুনিয়ার পরিচিত মুখ সৌম্যদীপ আগেই ডেবিউ করেছেন কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ‘তিন শক্তির আধার ত্রিশূল’ (Tin Shaktir Adhar Trishul) ধারাবাহিকে। আর তার আগে বেশ কয়েকটি বিজ্ঞাপনের পরিচিত মুখ হিসাবে শিরোনামে উঠে এসেছিলেন এই অভিনেতা। তবে প্রথম সিরিয়াল কালার্স বাংলাতে হওয়ায় অনেকের কাছেই সৌম্যদীপ আনকোরা মুখ।
কারণ জি বাংলা কিংবা ষ্টার জলসার মতো পিওথম সারির বিনোদন মূলক চ্যানেল গুলির তুলনায় এই চ্যানেলের দর্শকসংখ্যা অনেকটাই কম। তাকে চেনেন খুব কম সংখ্যক দর্শক। প্রথম সিরিয়ালের মুখ্য চরিত্রে সুযোগ পাওয়ার পর সৌম্যদীপ এবার নায়ক হতে চলেছেন জি বাংলার (Zee Bangla) মতো প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলে। ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের প্রথম ঝলকেই নজর কেড়েছেন সৌম্যদীপ। এখন দেখার আগামীদিনে দর্শকমহলে কতটা সারা ফেলতে পারেন তিনি।