ইদানিংকালে সিরিয়ালের চাহিদা এতটাই বেড়েছে যে চারদিকে যেন একেবারে নতুন সিরিয়ালের হিড়িক পড়ে গিয়েছে। একের পর এক সিরিয়াল যেমন শেষ হচ্ছে তেমনি তার বদলে জায়গা নিচ্ছে নিত্যনতুন ধারাবাহিক। চলতি মাসের শুরুতেই তেমনি জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)।
এই ধারাবাহিকে নায়িকা জগদ্ধাত্রী বাইরে যেমন শান্তশিষ্ট ঘরোয়া মেয়ে বাইরে ততটাই ডানপিটে রনংদেহি স্বভাবের। বাড়িতে সবাই তাকে জগদ্ধাত্রী বলে ডাকলেও বাইরে তাকে সবাই জ্যাস বলে ডাকে। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। কিন্তু শুরু থেকেই এই চরিত্রে তার অভিনয় ঠিক পছন্দ হচ্ছে না দর্শকদের।
সিরিয়াল প্রেমি দর্শকদের একাংশের দাবি চরিত্রটাকে ঠিকমতো টিভির পর্দায় ফুটিয়েই তুলতে পারছেন না এই অভিনেত্রী। অনেককেই বলতে শুরু করেছেন ক্যামেরার সামনে ঠিকমতো এক্সপ্রেশনে দিতে পারছেন না এই অভিনেত্রী। এরই মধ্যে শোনা যাচ্ছে জি বাংলা ছেড়ে স্টার জলসার নতুন সিরিয়ালের আসছেন জগদ্ধাত্রী অভিনেত্রী অঙ্কিতা।
কিন্তু এতো অল্পদিনেই হঠাৎ এমন সিদ্ধান্ত কেন! তবে চিন্তার কারণ নেই ধারাবাহিকের নির্মাতারা জগদ্ধাত্রী অভিনেত্রী অঙ্কিতাকে সিরিয়াল থেকে মোটেই বাদ দেননি। আসলে সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘বিক্রম বেতাল’ (Bikram Betal)। এই ধারাবাহিকের শুটিং করা ছিল দেড় বছর আগেই।
আর সেখানেই দামিনী নামের একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কিতা। আর তা নিয়েই সম্প্রতি শুরু হয়েছিল জল্পনা। যার ফলে এখন থেকেই বাংলার দুই প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল স্টার জলসা এবং জি বাংলা উভয় চ্যানেলেই অভিনয় করতে দেখা যাবে অঙ্কিতাকে।