• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আচমকাই জগদ্ধাত্রী সিরিয়াল ছাড়লেন অভিনেত্রী, দেখা যাবে নতুন এক সিরিয়ালে

Published on:

Jagaddhatri Serial actress Somashree Chaki now in Colors Bangla Nayika Number one Serial

জগদ্ধাত্রী (Jagaddharri) নামটা সিরিয়ালপ্রেমীরা বেশ ভালো করেই চেনেন। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম এটি। টিআরপি (TRP) তালিকাতেও বেশ কয়েকবার টপার হয়েছে, তাছাড়া এখনও কাঁটায় কাঁটায় টেক্কা দিচ্ছে অনুরাগের ছোঁয়াকে। সিরিয়ালে মূল চরিত্র জ্যাস তথা জগদ্ধাত্রীর ভূমিকায় রয়েছেন অঙ্কিতা মল্লিক। ইতিমধ্যেই দর্শকদের প্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম হয়ে গিয়েছেন অঙ্কিতা।

সিরিয়ালের কাহিনী অনুযায়ী দাপুটে পুলিশ অফিসার জ্যাস। তবে একা তার অভিনয়ে তো আর সিরিয়াল সফল হয় না! ধারাবাহিকে কৌশিকী মুখার্জীর চরিত্রে রূপসা চক্রবর্তী থেকে মেহেন্দির চরিত্রে ঋতুরাই আচার্য অভিনয় করছেন। এছাড়াও জগদ্ধাত্রীর সৎ মায়ের চরিত্রে দেখা যাচ্ছে কাঞ্চনা মৈত্রকে। সকলের সম্মিলিত অভিনয়ই মন কেড়েছে দর্শকদের।

jagaddhatri Serial

তবে সম্প্রতি এক দুঃসংবাদ এল জগদ্ধাত্রীর দর্শকদের জন্য। কয়েক দিন আগেই জানা গিয়েছিল মেহেন্দির চরিত্রের সঞ্চারী দাস জগদ্ধাত্রী ছেড়ে দিয়েছেন। বদলে ঋতুরাই অভিনয় করছেন ওই চরিত্রে। তবে এবার জানা যাচ্ছে আরও একজন অভিনেত্রী ছেড়ে দিচ্ছেন সিরিয়াল। জগদ্ধাত্রী ছেড়ে অন্য সিরিয়ালে দেখা যাবে তাকে। এখন প্রশ্ন হল কে সেই অভিনেত্রী?

এর উত্তর হল কাঞ্চনা মৈত্র। হ্যাঁ, ঠিকই দেখছেন, তবে এছাড়াও আরও একজন আছেন যাকে আর দেখা যাবে না। সান বাংলার নতুন সিরিয়াল ফাগুনের মোহনা, সেখানেই দেখা যাবে কাঞ্চনাকে। এর জন্যই জগদ্ধাত্রী সিরিয়ালে দেখা যাবে না তাকে। তবে একেবারে বিদায় নিচ্ছেন না তিনি, সূত্রমতে কিছুদিনের জন্য তাকে দেখা যাবে না জ্যাস সান্যালের কাহিনীতে।

এখন দ্বিতীয় চরিত্রের কথায় আসা যাক। তিনি হলেন জগদ্ধাত্রীর পিসি অভিনেত্রী সোমাশ্রী চাকি। কালার্স বাংলার পর্দায় শুরু হয়েছে ‘নায়িকা নাম্বার ওয়ান’। সেখানেও অভিনয়  করছেন তিনি, তবে শোনা যাচ্ছে এবার নাকি সেই সিরিয়ালের জন্য জি বাংলা থেকে অবসর নিতে পারেন তিনি। Jagaddhatri Pisi Actress Somashree Chaki

প্রসঙ্গত, বর্তমানের জগদ্ধাত্রী সিরিয়ালে ট্র্যাক রীতিমত টান টান উত্তেজনাময়। জীবন-মরণ সময়ের মধ্যে  দিয়ে যাচ্ছে জগদ্ধাত্রী। গুলি করে মেরে ফেলার চেষ্টা হয়ে গিয়েছে। তবে উৎসবকে পুলিশের হাত থেকে বাঁচাতে আপাতত মিথ্যে মৃত্যুর খবর রটানো হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥