• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাস্তবেও জগদ্ধাত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন স্বয়ম্ভূ! ভিডিও ফাঁস হতেই হইচই নেটপাড়ায়

Published on:

Jagaddhatri fame Ankita Mallick and Soumyadeep Mukherjee reel videos went viral

জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিকে নায়ক-নায়িকা স্বয়ম্ভূ এবং জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জি (Soumyadeep Mukherjee)। খুব কম সময়ের মধ্যেই দর্শকদের ড্রয়িং রুমের অংশ হয়ে উঠেছেন তাঁরা। আদায় করেছেন ব্যাপক ভালোবাসা। শুধু তাই নয়, বেশ কয়েকবার বেঙ্গল টপারের শিরোপাও অর্জন করে নিয়েছে অঙ্কিতা-সৌম্যদীপের সিরিয়াল।

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকটি যারা দেখেন, তাঁরা জানেন, এটি গোয়েন্দা নির্ভর একটি সিরিয়াল। জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল সবসময় দুষ্টের দমন করতে ব্যস্ত থাকেন। আর এই লড়াইয়ে সর্বক্ষণ তাঁর ছায়াসঙ্গী হয়ে থাকেন স্বামী স্বয়ম্ভূ (Swayambhu)। অনুরাগীদের মতে, জ্যাস এবং স্বয়ম্ভূ হলেন একেবারে পারফেক্ট কাপল। তবে শোনা যাচ্ছে, তাঁদের পর্দার প্রেম নাকি বাস্তবেও গড়িয়েছে!

Jagaddhatri serial Swayambhu and Jagaddhatri, Soumyadeep Mukherjee, Soumyadeep Mukherjee and Ankita Mallick

এমনিতেই অঙ্কিতা-সৌম্যদীপের অনস্ক্রিন রসায়ন দারুণ পছন্দ দর্শকদের। চলতি বছর জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা জুটির পুরস্কার জিতেছে তাঁরা। তবে নেটপাড়ার গুঞ্জন, পর্দার মতো বাস্তবেও চুটিয়ে প্রেম করছেন ‘জগদ্ধাত্রী’ জুটি।

Jagaddhatri and Swayambhu, Ankita Mallick and Soumyadeep Mukherjee

একসঙ্গে কাজ করতে করতে মন দেওয়া নেওয়া হয়ে যাওয়ার বিষয়টি বিনোদন দুনিয়ায় একেবারেই নতুন নয়। এমনটা আকছারই হয়ে থাকে। বড়পর্দা থেকে ছোটপর্দা- সর্বত্রই এই বিষয়টি ঘটেছে। এবার শোনা যাচ্ছে, সেই তালিকারই নবতম সংযোজন নাকি অঙ্কিতা এবং সৌম্যদীপ অর্থাৎ পর্দার জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভূ।


সাম্প্রতিক অতীতে একাধিক ইনস্টাগ্রাম রিলে একসঙ্গে ধরা দিয়েছেন অঙ্কিতা এবং সৌম্যদীপ। সেই বিষয়টিই তাঁদের প্রেমের গুঞ্জনে অগ্নিসঞ্চার ঘটিয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জ্যাস এবং স্বয়ম্ভূর বেশ কয়েকটি রিল ভিডিও ভাইরাল হয়েছে। তাঁদের সাজপোশাক দেখেই বোঝা যাচ্ছে, সেগুলি কাজের ফাঁকে বানানো হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by @_ankita_mallick_


অঙ্কিতা এবং সৌম্যদীপের রোম্যান্টিক নানান রিল ভাইরাল হওয়ার পর থেকেই তাঁদের প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছে। নেটপাড়ার গুঞ্জন, পর্দার মতোই বাস্তবেও মন দেওয়া নেওয়া হয়ে গিয়েছে জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর। যদিও এই বিষয়ে দুই তারকা এখনও কোনও মন্তব্য করেননি। তাই আসল সত্যিটা জানার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই অনুরাগীদের কাছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥