• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাস্তবেও ‘জগদ্ধাত্রী’র দিব্যা সেনের মতোই! ‘দিদি নম্বর ওয়ান’এ এসে হাটে হাঁড়ি ভাঙলেন প্রিয়ার মা

Updated on:

Jagaddhatri Divya Sen actress Priya Paul’s mother reveals her secret in Didi No 1

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’এ (Didi No 1) শীঘ্রই ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিকের কলাকুশলীদের উপস্থিত হতে দেখা যাবে। নায়িকা জগদ্ধাত্রী ওরফে জ্যাস থেকে শুরু করে খলনায়িকা দিব্যা সেন (Divya Sen)- নিজেদের মা-কে নিয়ে হাজির হবেন প্রত্যেকে। আর রচনার শোয়ে খেলতে এসেই ফাঁস হবে ‘জগদ্ধাত্রী’ তারকাদের একাধিক অজানা সিক্রেট।

‘দিদি নম্বর ওয়ান’ এমন একটি শো যেখানে সঞ্চালিকা রচনার প্রশ্নের সামনে পড়তে হয় অংশগ্রহণ করা প্রত্যেক প্রতিযোগীকে। কথার ছলেই ফাঁস হয়ে যায় নানান অজানা সিক্রেট। ঠিক এমনটাই হবে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের খলনায়িকা দিব্যা অভিনেত্রী প্রিয়া পালের (Priya Paul) সঙ্গে। রচনার সঙ্গে কথার ছলে মেয়ের সমস্ত অজানা কথা ফাঁস করে দেবেন দিব্যার মা।

Jagaddhatri Divya Sen, Priya Paul

সম্প্রতি জি বাংলার তরফ থেকে ‘দিদি নম্বর ওয়ান’র একটি প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, রচনা প্রিয়াকে জিজ্ঞেস করছেন পর্দায় খলনায়িকা হলেও বাস্তব জীবনে তিনি কেমন? সঙ্গে সঙ্গে পর্দার দিব্যা সেন বলে অথেন, ‘বিশ্বাস করো আমি বাস্তব জীবনে একেবারেই এরকম নই। আমি মোটেই এসব করি না। তবুও সবাই আমায় কেন যে নেতিবাচক চরিত্র দেয় কে জানে!’

খানিকটা অনুযোগের সুরে প্রিয়া বলেন, ‘বিশ্বাস করো, এরকম চোখ বেঁকিয়ে তাকাতে, এভাবে কানে ফোন দিয়ে কথা বলতে, গা হাত পা নাচাতে একটুও ভালোলাগে না আমার’। প্রিয়ার কথা শেষ হওয়ার আগেই মুখ খোলেন তাঁর মা। সবার সামনে মেয়ের ‘আসল রূপ’ ফাঁস করে দেন তিনি!

Jagaddhatri Divya Sen, Priya Paul in Didi No 1, Priya Paul mother

প্রিয়ার মা রচনাকে বলেন, ‘ও বাড়িতেও এরকম করে। রেগে গেলেই জগদ্ধাত্রীতে যেমন অভিনয় করে তেমন হয়ে যায়। চোখ-মুখ লাল হয়ে যায় ওঁর’। মা সব ফাঁস করে দিচ্ছে শুনে তাঁকে থামানোর চেষ্টা করেন প্রিয়া। কিন্তু সব চেষ্টাই বিফলে যায়! পর্দার দিব্যা সেনের মায়ের কথা শুনে তখন হেসে গড়িয়ে পড়ার জোগাড় রচনার।


জি বাংলার তরফ থেকে শেয়ার করা এই রিল ভিডিও দেখে মজা পেয়েছেন অনেকেই। ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। প্রসঙ্গত, প্রিয়া ছাড়াও ‘দিদি নম্বর ওয়ান’র এই বিশেষ পর্বে মায়েদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন অঙ্কিতা মল্লিক, সুরভী সান্যালের মতো তারকারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥