• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেঙ্গল টপার হতেই ভোলবদল! শাড়ি ছেড়ে বিকিনি পরে উত্তাপ বাড়ালেন ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রী

Updated on:

Jagaddhatri actress Riturai Acharya shared bikini photo on social media

শাশুড়ি-বৌমার কূটকচালি না দেখিয়েও যে সেরা ধারাবাহিক হওয়া যায় তা প্রমাণ করে দেখিয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। ভিন্ন স্বাদের, গোয়েন্দাভিত্তিক কাহিনী দেখিয়ে দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছে এই সিরিয়াল। এই ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী ওরফে জ্যাস ভিলেনের ফাঁদে পা দিয়ে কান্নাকাটি করায় বিশ্বাসী নয়, বরং কড়া হাতে দোষীকে শাস্তি দিতে পছন্দ করে সে।

টিআরপি তালিকাতেও ‘জগদ্ধাত্রী’র পারফরম্যান্স দুর্দান্ত। গত দু’সপ্তাহ ধরে বেঙ্গল টপারও হচ্ছে এই সিরিয়াল। দ্বিতীয় স্থানে থাকা ‘অনুরাগের ছোঁয়া’র সঙ্গে পয়েন্টের ফারাক ক্রমেই বাড়ছে ধারাবাহিকের। সম্প্রতি এই ধারাবাহিকের এক অভিনেত্রীই বিকিনি পরে বোল্ড ফটোশ্যুট করে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। সেই অভিনেত্রী হলেন ঋতুরাই আচার্য (Riturai Acharya)।

Riturai Acharya

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের নিয়মিত দর্শকদের কাছে ঋতুরাই অত্যন্ত পরিচিত মুখ। উৎসবের স্ত্রী মেহেন্দির ভূমিকায় অভিনয় করছেন তিনি। সবসময়ে শাড়িতেই তাঁকে দেখতে অভ্যস্ত দর্শকরা। তবে এবার সেই মেহেন্দিই বিকিনি (Bikini) পরে হাজির হওয়ায় বেশ অবাক হয়েছেন প্রত্যেকে।

সম্প্রতি স্বামীর সঙ্গে মালদ্বীপে ট্রিপের দু’টি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ঋতুরাই। এর মধ্যে একটি ছবিতে দেখা গিয়েছে তাঁর স্বামীকে এবং দ্বিতীয়টিতে দেখা যাচ্ছে, কালো বিকিনি এবং গোলাপি সারং পরে দাঁড়িয়ে রয়েছে অভিনেত্রী। পর্দার মেহেন্দির এই বোল্ড লুকের ছবি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Riturai Acharya, Riturai Acharya bold look, Riturai Acharya bold bikini look

বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ ঋতুরাই। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের আগে ‘কডুখেলা’য় অভিনয় করেছেন তিনি। ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে মেহেন্দি চরিত্রে সঞ্চারীর পরিবর্ত হিসেবে এন্ট্রি হয় ঋতুরাইয়ের। প্রথম প্রথম দর্শকদের তাঁকে মেহেন্দি হিসেবে মেনে নিতে একটুঁ সমস্যা হলেও এখন তাঁকে মেনে নিয়েছেন সকলে।


প্রসঙ্গত, এই মুহূর্তে টিআরপির নিরিখে বাংলার নম্বর ওয়ান সিরিয়াল হল ‘জগদ্ধাত্রী’। যত সময় যাচ্ছে ততই বাড়ছে এই ধারাবাহিকের জনপ্রিয়তা এবং সেই সঙ্গেই পাল্লা দিয়ে ঊর্ধ্বমুখী সিরিয়ালের টিআরপিও। সিরিয়ালের ভিন্ন স্বাদের কাহিনী থেকে শুরু করে জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর রসায়ন সবকিছুই পছন্দ দর্শকদের। আর সেই জন্যই চড়চড়িয়ে বাড়ছে ধারাবাহিকের জনপ্রিয়তা এবং টিআরপি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥