বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদন মানে বাংলা সিরিয়াল (Bengali Mega Serial)। ধারাবাহিকের কাহিনী থেকে চরিত্রদের নিয়ে মাতামাতি কম নেই। তবে নায়িকাদের পাশাপাশি খলনায়িকারাও কিন্তু বেশ জনপ্রিয়। এই যেমন দাপুটে খলচরিত্র হিসাবে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র (Kanchana Maitra) কিন্তু বেশ পপুলার। কিন্তু বয়স ৪০ পেরোলেও এখনও কেন বিয়ে করেননি তিনি? এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিলেন নেটিজেনরা। হ্যাঁ খুঁজে বেড়াচ্ছিলেন, কারণ এবার প্রশ্নের উত্তর পাওয়া গেছে।
একাধিক সিরিয়ালে খলচরিত্রে দুর্দান্ত অভিনয় করে সকলের মন জিতেছেন কাঞ্চনা। খুকুমনি হোম ডেলিভারি থেকে বর্তমানের জগদ্ধাত্রী (Jagaddhatri) সিরিয়ালে তাঁর অভিনয় সত্যিই প্রশংসনীয়। খুকুমনিতে বিহানের মায়ের চরিত্র যেমন মন কেড়েছিল, তেমনি জগদ্ধাত্রীতেও সৎ মায়ের ভূমিকায় চমৎকার অভিনয় করছেন অভিনেত্রী। সেই জন্যই তো সব মিলিয়ে প্রতিবার TRP তালিকায় বেঙ্গল টপার হচ্ছে ‘জগদ্ধাত্রী’।
তবে অনেকেই জানেন না ইতিমধ্যেই বিয়ে সেরে ফেলেছেন কাঞ্চনা মৈত্র। যেখানে টেলি তারকাদের সকলেই বিয়ের ছবি থেকে ভিডিও শেয়ার করে নেন সকলের সাথে। কিন্তু কাঞ্চনা বিয়ে করলেও টের পায়নি কাকপক্ষীও। হ্যাঁ ঠিকই ধরেছেন সম্প্রতি বিয়ে করেছেন কাঞ্চনা মৈত্র। কিন্তু আর পাঁচজনের মত প্রচারের আলোয় নয় একপ্রকার চুপিসারেই বিয়ে সেরেছেন তিনি।
অভিনেত্রী দীর্ঘদিনের প্রেমিক দ্বৈপায়ন ভৌমিককে বিয়ে করেছেন। তবে সামাজিক বিয়ের অনুষ্ঠান এখন হলেও আগেভাগেই সেরেছিলেন বাগদান। ২০১৭ সালেই নাকি কাঞ্চনা ও দ্বৈপায়নের বাগদান হয়ে গিয়েছিল। এই সমস্ত তথ্যই ফাঁস হয়ে গিয়েছে ‘দিদি নং ১’ এর মঞ্চে। কাউকে না জানিয়ে এভাবে বিয়ে করে নেওয়ার জন্য তাকে ‘কিপটে’ পর্যন্ত বলেছেন সঞ্চালিকা রচনা ব্যানার্জী।
অভিনেত্রীর মতে, সাধারণ জীবনযাপন ও মাটির কাছাকাছি থাকাটাই তাঁর কাছে বেশি পছন্দের। তাই এলাহী আয়োজন করে বিয়ের অনুষ্ঠান তিনি চাননি। কাঞ্চনা মনে করেন, অভিনয়ের জন্য আজ মানুষ তাকে চেনে। কিন্তু ২০ বছর পর যাতে মানুষ তাকে চিনতে না পারলে যাতে সমস্যা না হয় সেটাই তিনি চান।
View this post on Instagram
প্রসঙ্গত, এদিন দাম্পত্য নিয়েও বেশ কিছু কথা বলেন কাঞ্চনা। তাঁর মতে, এক মেয়ে যেমন তাঁর স্বামীর বাবা-মাকে আপন করে তেমনি স্বামীরাও যদি করে শ্বশুর-শ্বাশুড়ির ক্ষেত্রে তাহলেই সুখ সংসার হয়। কিন্তু উপদেশ দিলেও বাস্তবে সেই সৌভাগ্য হয়নি অভিনেত্রীর। কারণ দ্বৈপায়নের বাবা-মার মৃত্যু হয়েছে বহুদিন আগে। তবে অভিনেত্রীর মা তাঁর কাছেই থাকেন।