• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনুরাগের ছোঁয়াকে হারিয়ে বাংলার সেরা! টপার হয়ে কেমন লাগছে? জানালেন ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা

Published on:

Jagaddhatri Actress Ankita Mallick Shares her reaction after being TRP list topper

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী সিরিয়াল হল জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) আর স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’।  বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই লাগাতার টি আর পি (TRP) তালিকায় প্রথম হয়ে বেঙ্গল টপারের (Bengal Topper) শিরোপা নিজেদের দখলেই রেখেছিল সূর্য-দীপার অনুরাগের ছোঁয়া।

কিন্তু আচমকাই আজকের টিআরপি তালিকায় এল বড় বদল। রাতারাতি পাশা পাল্টে নিজের হারানো সিংহাসনে উঠে এসেছে জগদ্ধাত্রী। হাড্ডাহাড্ডি লড়াই শেষে অনুরাগের ছোঁয়ার সূর্য দীপাকে হারিয়ে চলতি সপ্তাহে সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু।’

Jagadhatri Jass truth reveal new promo

যা দেখে দর্শকদের একাংশ বলতে শুরু করেছেন সূর্য দীপার একঘেয়ে এই কাছে এসেও দূরে যাওয়ার গল্প দেখে রীতিমতো বিরক্ত দর্শক। তাই এই সাময়িক ঝটকাটা খুবই প্রয়োজন ছিল। প্রসঙ্গত মিঠাইয়ের পর বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম হয়ে একসময় জি বাংলার ফার্স্ট গার্ল ছিল জগধাত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,টিআরপি,TRP,বেঙ্গল টপার,Bengal Topper,জগদ্ধাত্রী,Jagadhatri,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,প্রতিক্রিয়া,Reaction

কিন্তু বেশ কিছুদিন হল প্রতিপক্ষ দীপার কাছে একটুর জন্য হেরে এতদিন দ্বিতীয় স্থানেই নিজের জায়গা টিকিয়ে রেখেছিল জগদ্ধাত্রী। আর এতদিন পর আবার প্রথম হতে পেরে এবার রীতিমত উচ্ছ্বসিত খোদ জগদ্ধাত্রী অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। তাই অনেকদিন পর বেঙ্গল টপার হওয়ায় অভিনেত্রীর প্রতিক্রিয়া জানতে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সাথে।

এ প্রসঙ্গে পর্দার জগদ্ধাত্রী খুবই সোজা সাপ্টা জবাবে জানিয়েছেন ‘প্রথম হলে সবারই আনন্দ লাভ হয়। মাঝে বেশ কিছু দিন আমরা দ্বিতীয় স্থানে ছিলাম। তখন যে অখুশি ছিলাম তা নয়। তবে প্রথম হয়ে আরেকটু বেশি খুশি এটা ঠিক’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,টিআরপি,TRP,বেঙ্গল টপার,Bengal Topper,জগদ্ধাত্রী,Jagadhatri,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,প্রতিক্রিয়া,Reaction

তবে সোশ্যাল মিডিয়ায় যতই দীপা আর জগদ্ধাত্রীর অনুরাগীদের লড়াই চলুক অঙ্কিতা সেটাকে কোনরকম লড়াইয়ের মধ্যে আনতে চান না। এ প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য ‘কোন লড়াইয়ে যেতে চাই না আমরা। তবে একটা সুস্থ প্রতিযোগিতা সবসময়ই ভালো। একটানা প্রথম একজন হতে থাকলে মজাটাই নষ্ট হয়ে যায়। কখনো আমরা প্রথম হবো কখনো অন্য কেউ তবেই তো আনন্দ থাকবে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥