• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রয়াত সুশান্তকে নিয়ে আবেগঘন জ্যাকলিন, শেয়ার করলেন স্মৃতিভরা পোস্ট

সুশান্ত সিংয়ের মৃত্যু ঘিরে জল্পনার অন্ত হয়নি বলিপাড়ায়, আর এর মধ্যেই পূর্ণ হল ‘ড্রাইভ’ সিনেমার ১বছর। ড্রাইভ সিনেমায় জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে সহ-অভিনেতা হিসেবে কাজ করেছিলেন সুশান্ত। ওই সিনেমার প্রযোজক তরুণ মনসুখানি তাঁর সঙ্গে জ্যাকলিন ও সুশান্তের একটি ছবি শেয়ার করেন। পোস্টটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে জ্যাকলিন লেখেন, “যদি সে আজও আমাদের মাঝে থাকত, ভালো লাগত। তোমাকে মিস করছি সুশান্ত।”

অপর একটি ইনস্টাগ্রাম স্টোরিতে জ্যাকলিন শেয়ার করেন এক ফ্যানের পোস্ট। ওই পোস্টে ‘ড্রাইভ’ সিনেমার ‘মাখনা’ গানের একসাথে দেখা যায় সুশান্ত-জ্যাকলিনকে। জ্যাকলিন লেখেন, “আমি এখনও আমাদের একসাথে চলাকে ভুলিনি।”

সোশ্যাল মিডিয়ায় সিনেমার প্রযোজক তরুণ লেখেন, “ড্রাইভ মুক্তি পেয়েছে একবছর হতে চলল। এদিকে সুশান্ত আর আমাদের মাঝে নেই। ফলে উদযাপনের কোনো প্রশ্নই উঠছে না। এই সিনেমার সাথে আমাদের প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে যার মধ্যে সুশান্তের উপস্থিতি যথেষ্ট উজ্জ্বল।” পোস্টে জ্যাকলিন কমেন্ট করেন, “তরুণ, আমাদের কাছেও ‘ড্রাইভ’ সবসময় স্পেশাল হয়ে থাকবে কারণ এর সাথে সুশান্ত জড়িয়ে রয়েছে।”

১৪ই জুন হঠাৎই খবরের শিরোনামে উঠে এলো একটা নাম সুশান্ত সিং রাজপুত (Sushant singh rajput)। অভিনেতার বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। তারপর তোলপাড় হয় গোটা বলি-পাড়া। সুশান্তের পরিবারের দাবি অভিনেতা আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥