• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্যালেরিনা জ্যাকলিন! সাদা পোশাকে দুর্দান্ত ভঙ্গিতে নেটজনতার নজর কাড়লেন অভিনেত্রী

Published on:

Jacqueline Fernandez জ্যাকলিন ফার্নান্ডেজ Ballerina

অনবদ্য নৃত্যকলা হোক বা শরীরী সংকেত, তরুণ দর্শকদের মন বারেবারে হরণ করার ক্ষেত্রে বেশ পটু অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। সোশ্যাল মাধ্যমে নিজের ফ্যানবেসের সঙ্গে বেশ ভালোমত সংযোগ রক্ষা করে চলেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে জ্যাকলিনের নতুন প্রজেক্টের ছবি। এইবারে সাদা পোশাকে ‘ব্যালেরিনা’ (Ballerina) রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। জ্যাকলিনের সাম্প্রতিক ‘হট’ ছবিতে স্বাভাবিকভাবেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে!

Jacqueline Fernandez জ্যাকলিন ফার্নান্ডেজ

ইনস্টাগ্রামে জ্যাকলিনের হ্যান্ডেলের নাম ‘জ্যাকলিনএফ১৪৩’ (jacquelinef143)। সেই হ্যান্ডেল থেকেই পরপর তিনটি পোস্ট করেছেন অভিনেত্রী। প্রথম পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন : একসাথে আমরা জেগে উঠি। দ্বিতীয় পোস্টে দু’টি ছবি আপলোড করেছেন জ্যাকলিন, সঙ্গে ক্যাপশন হিসেবে জুড়ে দিয়েছেন : তুমি কে… । তৃতীয় পোস্টে জ্যাকলিন লিখেছেন : এখনই সময় আমার রাণীরা… @শিরক্সলাইফ শীঘ্রই আসছে। প্রত্যেক পোস্টে ‘শিরক্সলাইফ’ নামক ইন্সটা হ্যান্ডেলকে যুক্ত করেছেন জ্যাকলিন, যা দেখে খুব স্বাভাবিকভাবেই দর্শকদের মনে জেগেছে প্রশ্ন। মাত্র ১৪ ঘন্টার মধ্যেই ৪,৩৫৯ ফলোয়ার জোগাড় করে ফেলেছে জ্যাকলিনের ওই প্রজেক্ট হ্যান্ডেল।

Jacqueline Fernandez জ্যাকলিন ফার্নান্ডেজ

বলিসূত্রের খবর, ২০০৯ সালে ‘আলাদিন’ ছবির মাধ্যমে জ্যাকলিন বলিউডে পা রাখলেও তিনি প্রথম বড় ব্রেক পান ‘মার্ডার ২’ ছবিতে। শেষ রুপোলি পর্দায় জ্যাকলিনকে দেখা গিয়েছিল শিরীষ কুন্দরের ‘মিসেস সিরিয়াল কিলার’ ছবিতে। সূত্রের মতে, আগামীতে ‘কিক ২’ (Kick 2), ‘ভূত পুলিশ’ (Bhoot Police) ও ‘বচ্চন পান্ডে’ (Bachchan Pandey) ছবিতে।

Jacqueline Fernandez জ্যাকলিন ফার্নান্ডেজ

আপাতত ইনস্টাগ্রাম সরগরম জ্যাকলিনের ছবিতে। ইতিমধ্যেই উর্বশী রাউতেলা, ইয়ামি গৌতম, কার্তিক আরিয়ান-এর মত প্রথম সারির সেলেবরা কমেন্ট করে ফেলেছেন পোস্টে। প্রথম পোস্টে ১৭ লক্ষ, দ্বিতীয় পোস্টে ১২.৪৫ লক্ষ ও তৃতীয় পোস্টে ১২.৯০ লক্ষ লাইকের ফলে যে জ্যাকলিন এখন ‘ইন্সটা-সেনসেশন’, তা আর বলার অপেক্ষা রাখে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥