• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকা খাইয়ে অস্কার জিতেছে! দেশের গর্ব হয়েও নিন্দুকদের কটাক্ষের শিকার ‘RRR’

এই মুহূর্তে গোটা দেশ অস্কার (Oscar) জয়ের আনন্দে ভাসছে সম্প্রতি ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে (Oscar 2023) ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে অস্কার জিতেছে ‘আরআরআর’ (RRR) ছবির ‘নাটু নাটু’ (Naatu Naatu) গানটি। সেই সঙ্গেই গড়েছে একাধিক রেকর্ড। টিম ‘আরআরআর’ এই মুহূর্তে শুভেচ্ছা বার্তার বন্যায় ভাসছে। কিন্তু এসবের মাঝেই এক বিস্ফোরক দাবি করে বসলেন জ্যাকলিন ফার্নান্দেজের ঘনিষ্ঠ শান মুট্টাথিল (Shaan Muttathil)। তাঁর দাবি, যোগ্যতায় নয় বরং টাকা দিয়ে অস্কার কিনেছে ‘আরআরআর’।

একদিকে প্রত্যেক ভারতবাসী যখন এস এস রাজামৌলীর ছবির অস্কার জয়ের আনন্দ উদযাপন করছে, তখন শানের দাবি টাকা দিয়ে এই পুরস্কার জেতা হয়েছে। স্বাভাবিকভাবেই জ্যাকলিন (Jacqueline Fernandez) ঘনিষ্ঠ শানের বক্তব্য জন্ম দিয়েছে একাধিক বিতর্কের। তাঁর দিকে ধেয়ে এসেছে একাধিক কুমন্তব্য। মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে শানের বিতর্কিত ইনস্টাগ্রাম পোস্ট।

   

Naatu Naatu, Shaam Muttathil on Naatu Naatu Oscar win

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করে অস্কার ২০২৩’এর বিজয়ীদের নিশানা করেন শান। তিনি লেখেন, ‘হাহা, কী হাস্যকর। আমি ভাবতাম শুধুমাত্র ভারতেই অ্যাওয়ার্ড কেনা যায়। কিন্তু এখন দেখছি অস্কারও কেনা যায়। টাকা থাকলে সব কিছু পাওয়া যায়। এমনকি অস্কারও’। যদিও এখন সেই পোস্টটি মুছে দিয়েছেন শান।

চলতি বছর অস্কারে ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে ‘নাটু নাটু’র সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজ ‘টেল ইট লাইক আ উম্যান’ ছবির অভিনীত ‘অ্যাপ্লস’ গানটিও ছিল। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করে এম এম কিরাভাণী এবং চন্দ্র বোসের ‘নাটু নাটু’। এরপরই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্টটি করেন জ্যাকলিনের মেক আপ আর্টিস্ট শান।

Shaan Muttathil, Shaan Muttathil Oscar

জ্যাকলিন ঘনিষ্ঠ শান এই বিতর্কিত পোস্ট করে নেটিজেনদের একটি বৃহৎ অংশের রোষের মুখে পড়েন। শেষ পর্যন্ত নিজের সেই মন্তব্য মুছে দিতে বাধ্য হন তিনি। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। সেই পোস্টের স্ক্রিনশট এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত উল্লেখ্য, শুধু অস্কারই নয়, এর আগে ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কারও জিতেছিল ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি। তখন থেকেই অস্কার জয়ের আশায় বুক বাঁধছিলেন প্রত্যেক ভারতবাসী। আশাবাদী ছিল টিম ‘আরআরআর’ও। অবশেষে বিশ্বের একাধিক সুপারহিট ছবির একাধিক গানকে হারিয়ে ভারতে অস্কার নিয়ে আসে ‘নাটু নাটু’।