বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ, শুক্রবার অভিনেত্রীর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৪৬ মিলিয়ন ছাড়িয়েছে। অভিনেত্রী তার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। কিক ছবিতে অভিনেত্রীর সালমানের সাথে অভিনয় বেশ জনপ্রিয় হয়েছিল দর্শক মহলে। তবে কিক ছাড়াও “মার্ডার ২ (Murder 2)”, “রেস ৩ (Race 3)”, “হাউসফুল ২ (Housefull 2)”, “হাউসফুল ৩ ( Housefull 3 )”, “সাহু (Sahoo)” ইত্যাদি অনেক ছবিতে তার অভিনয় বেশ সমাদৃত হয়েছিল।
২০১১ সালে আলাদিন ছবি দিয়ে প্রথম বলিউডে প্রবেশ জ্যাকলিনের। এর পর থেকে একের পর এক হিট ছবিতে দেখা গেছে অভিনেত্রীকে। ধীরে ধীরে বলিউডে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন, সাথে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি যার ফলে তার ভক্ত সংখ্যা বেড়েই চলেছে দিন দিন। নিজের ফটোশুটের ছবি ভিডিও প্রায়শই অভিনেত্রী শেয়ার করে থাকেন ভক্তদের সাথে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এদিন ইন্সটাতে ৪৬ মিলিয়ন ফলোয়ার হওয়ায় নিজের শেষ ফটোশুট থেকে কিছু ছবি শেয়ার করে ধন্যবাদজ্ঞাপন করেছেন অভিনেত্রী। সাথে ক্যাপশন দিয়েছেন, ” লাভ ইউ, ধন্যবাদ”।
ছবি শেয়ার করা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পরে সেই ছবি। ছবিতে অভিনেত্রীকে একেবারে অন্তর্বাস হীন ভাবে দেখা যাচ্ছে। শুধু মাত্র কিছু ভিন্ন রঙের গোলাপ দিয়ে ঢাকা রয়েছে অভিনেত্রীর বক্ষযুগল। অভিনেত্রীর প্রতি নিজেদের ভালোবাসার বন্যা বইয়ে দিয়েছেন তার অনুগামীরা। ইতিমধ্যেই তার হট অবতারে শেয়ার করা সেই ছবিতে দর্শকের সংখ্যা প্রায় ১৩ লক্ষ্য ছুঁই ছুঁই, ছবিতে ১২ লক্ষ্য ৫০ হাজারেরও বেশি লাইক এসেছে।
প্রসঙ্গত, অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে বড় পর্দায় সালমানের সাথে “কিক ২ (Kick 2) ” ছবিতে দেখা যাবে। এছাড়াও অভিনেত্রী সাইফ আলী খান, অর্জুন কাপুর ও আমি গৌতমের সাথে ভূত পুলিশ ছবিতেও অভিনয় করছেন।