• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জ্যাকলিনের ছোট্ট একটা পার্সের দামে একটি দামী চারচাকা গাড়ি হয়ে যাবে! দেখুন সেই ব্যাগ

বলিউড সেলেবদের লাইফস্টাইল আমাদের মত সাধারণ মধ্যবিত্তের কাছে রূপকথার গল্পের মতো। তাদের জীবনচর্চা এবং চর্যা চিরকালই আমাদের সাধ এবং সাধ্যের বাইরে থাকে।

বলিউড (Bollywood) অভিনেতা সালমান খানের (salman khan) ঘনিষ্ঠ জ্যাকলিন ফার্নান্ডেজ -এর (jacqueline farnandez) শরীরী আবেদনে কাবু গোটা নেটপাড়া।

   

জ্যাকলিন ফার্নান্ডেজ jacqueline farnandez

জ্যাকলিনের ফিটনেসের রহস্য জানতে সর্বদাই মুখিয়ে থাকে সকলেই। সুন্দর ফিগার ধরে রাখতে বেশ কসরত করেন জ্যাকলিন ফার্নান্ডেজ। নিজেকে ফিট অ্যান্ড সেক্সি রাখতে নিয়মিত শরীর চর্চা করেন জ্যাকলিন।

জ্যাকলিন ফার্নান্ডেজ jacqueline farnandez

শরীর চর্চার পাশাপাশি ফ্যাশনের দিক থেকেও তিনি বেশ খুঁতখুতে। তার ফ্যাশন স্টেটমেন্ট চিরকালই চর্চার বিষয় তার অনুগামীদের।কখনো ব্যাগ, তো কখনো জুতো, কখনো ড্রেস তো কখনো লিপস্টিক জ্যাকলিনকি পরলেন সবই খুঁটিয়ে দেখেন ফ্যাশন বোদ্ধারা।

Jacqueline Fernandez জ্যাকলিন ফার্নান্ডেজ

তবে এবার আর জ্যাকলিন নয় শিরোনামে উঠে এসেছে তার পার্স। তার হাতে ঝোলানো ব্যাগ দেখে একপ্রকার আকাশ থেকে পড়েছেন নেটবাসী।

জ্যাকলিন ফার্নান্ডেজ jacqueline farnandez

তার হাতে একটি ব্যাগ দেখা গিয়েছে ভারতীয় মুদ্রায় যার দাম ৬ লক্ষ টাকা। কিন্তু এই ব্যাগটির দাম এত হলেও সাইজে খুবই ছোট। বড়জোর একটা লিপস্টিক, আর চাবি রাখা যাবে।

site