বলিউডের ‘হট বম্ব’ অভিনেত্রী বলতে কমবেশি সকলেরই প্রথম পছন্দ হলেন জ্যাকলিন ফারনান্দেজ (Jacqeline Fernandez)। তার রুপের আগুনের তেজ দিনে বেড়েই চলেছে আরও। ‘কিক’ সিনেমায় অভিনেত্রীর সালমানের সাথে অভিনয় বেশ জনপ্রিয় নজর কেড়েছিল দর্শকদের। শ্রীলঙ্কান এই সুন্দরী অভিনয় জগতে আসার আগে পেশাগত দিক দিয়ে একজন সাংবাদিক ছিলেন।
২০১১ সালে আলাদিন ছবি দিয়ে প্রথম বলিউডে পা রেখেছিলেন জ্যাকলিন। এর পর থেকে একের পর এক হিট ছবি এসে পড়েছে অভিনেত্রীর ঝুলিতে। যার জেরে ধীরে ধীরে বলিউডের জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুন অ্যক্টিভ অভিনেত্রী। তাই তার ভক্ত সংখ্যা বেড়েই চলেছে দিনের পর দিন।
মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের হট লুকের ছবি দিয়ে নেটিজেনদের মনের মধ্যে ঝড় তোলেন অভিনত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নীল মনোকিনি পরা ফটোশ্যুটের বেশ কয়েক ঝলক শেয়ার করেছিলেন জ্যাকলিন। যা দেখে রীতিমতো ঘাম ছুটেছে নেটিজেনদের।
ছবিতে দেখা যাচ্ছে লেপার্ড প্রিন্টের নীল-কালো মনোকিনি পরে সুইমিং পুলের ধারে বসে রোদ পোহাচ্ছেন এই শ্রীলঙ্কান সুন্দরী। লোকেশন দুবাইয়ের এক পাঁচতারা হোটেলের রুফ টপ সুইমিং পুল। পিছনে ভেসে উঠেছে বুর্জ খালিফার দুর্দান্ত ভিউ। অন্যদিকে জ্যাকলিনের হাতে ধরা মকটেলের উপর লেখা ‘S’ চিহ্নও নজর এড়িয়ে যায়নি নেটিজেনদের। তবে জ্যাকলিনের নামের অক্ষরের বদলে কেন এস লেখা হয়েছে সে প্রশ্নের উত্তর অধরা।
এদিনের এই ছবিতে দেখা যাচ্ছে ,পাশে মোবাইল, সানগ্লাস আর জুসের গ্লাস রেখে কখনও সানবাথ নিচ্ছেন অভিনেত্রী তো কখনও পুলের ঝকঝকে নীল জলে গা ভেজাচ্ছেন। ছবির ক্যাপশনে নিজেকে ‘পুল বেবি’ বলে মেনশন করেছেন অভিনেত্রী। জ্যাকলিনের এই সব সুপারহট ছবি দেখে তাঁর পুরুষ ভক্তদের বুকের ধুকপুকানি গিয়েছে বেড়ে।