• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবেও! তবুও অসম্পূর্ন থেকে যায় জ্যাকি শ্রফ-মীনাক্ষীর প্রেমকাহিনী

Published on:

Jackie Shroff Meenakshi Sheshadri unknown Love Affair while Hero movie Shooting

বলিউডের (Bollywood) একসময়কার নামী সুপারস্টারদের মধ্যে একজন হলেন জ্যাকি শ্রফ (Jackie Shroff)। তিনি যে কত সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তা গুনে শেষ করা যাবে না। বি টাউনের বহু জনপ্রিয় নায়িকার সঙ্গে কাজ করেছেন তিনি। তবে অভিনেত্রী মীনাক্ষী শেষদ্রির (Meenakshi Seshadri) সঙ্গে তাঁর জুটি দারুণ পছন্দ ছিল দর্শকদের। তাঁদের প্রেমও (Love story) অবশ্য শুধুমাত্র পর্দায় আবদ্ধ থাকেনি, গড়িয়েছিল বাস্তব জীবনেও।

সুভাষ ঘাই পরিচালিত সুপারহিট ছবি ‘হিরো’তে একসঙ্গে কাজ করেছিলেন জ্যাকি এবং মীনাক্ষী। বক্স অফিসে ঝড় তুলেছিল এই সিনেমা। দুই তারকার অভিনয়ের পাশাপাশি তাঁদের রসায়নও প্রচণ্ড পছন্দ হয়েছিল দর্শকদের। শোনা যায়, এই ছবির শ্যুটিং করতে করতেই একে অপরের প্রেমের পড়ে গিয়েছিলেন তাঁরা।

Jackie Shroff and Meenakshi Seshadri, Jackie Shroff and Meenakshi Seshadri affair

বলিউডে জ্যাকির কেরিয়ার শুরু হয়েছিল আশির দশকে। এরপর পরবর্তী কয়েক দশক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেন তিনি। ‘হিরো’ ছবির আকাশছোঁয়া সাফল্যের পর রাতারাতি বদলে যায় জ্যাকি এবং মীনাক্ষীর ভাগ্য। এই ছবি সফল হতেই ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকাদের তালিকায় স্থান করে নেন তাঁরা।

বি টাউনের অন্দরে কান পাতলে এখনও শোনা যায়, ‘হিরো’ ছবিতে কাজ করতে গিয়েই একে অপরকে মন দিয়ে ফেলেন জ্যাকি এবং মীনাক্ষী। আস্তে আস্তে গাঢ় হতে থাকে তাঁদের সম্পর্ক। তবে শ্যুটিংয়ের সময় থেকেই সম্পর্ক শুরু হলেও, জ্যাকি এবং মীনাক্ষী নাকি কাউকে নিজেদের সম্পর্কের কথা বুঝতে দেননি। খুল্লমখুল্লা নয়, বরং লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন ‘হিরো’ জুটি।

Jackie Shroff and Meenakshi Seshadri, Jackie Shroff and Meenakshi Seshadri affair

জ্যাকি এবং মীনাক্ষী একে অপরকে ভীষণ ভালোবাসলেও তাঁদের ভালোবাসা অবশ্য পরিণতি পায়নি। শোনা যায়, নব্বইয়ের দশকের শুরুর দিকেই জ্যাকি এবং মীনাক্ষী বিচ্ছেদের পথে হাঁটেন। সেই সময় অভিনেত্রীর রূপে মুগ্ধ হয়ে পরিচালক রাজকুমার সন্তোষী তাঁকে বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু মীনাক্ষী সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দেন।

একসময়কার জনপ্রিয় তারকা জ্যাকিকে এখনও বলিউডে দেখা গেলেও, মীনাক্ষীকে কিন্তু ইন্ডাস্ট্রিতে দেখা যায় না। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন বিয়ে করে আমেরিকা চলে যান অভিনেত্রী। এরপর থেকে সেখানেই থাকেন তিনি। সম্প্রতি জনপ্রিয় গানের রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’এ বহু বছর পর তাঁকে দেখেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥