• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মঞ্চে প্রতিযোগীর গানে মুগ্ধ জ্যাকি শ্রফ, পা ছুঁয়ে করতে গেলেন প্রণাম, দেখুন ভাইরাল সেই ভিডিও

Published on:

Jackie Shroff imressed by Ishita Vishwakarma Performence in India's got talent got to touch feet video

আমাদের দেশ ভারতবর্ষ বহুপ্রতিভাধারীদের দেশ। যেখানে প্রতিটি কোনায় রয়েছে অসম্ভব প্রতিভাশীল কিছু ব্যক্তিত্ব। এমনই প্রতিভাগুলিকে গোটা দেশের সামনে তুলে ধরার প্রচেষ্টা ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ (India’s Got Talent)। বিগত ১৫ই জানুয়ারি থেকে শুরু হয়েছে এই রিয়্যালিটি শো যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা  নিজেদের প্রতিভার ঝুলি নিয়ে হাজির হয়েছেন। সম্প্রতি এই মঞ্চে এক প্রতিযোগীর প্রতিভায় মুগ্ধ হলেন জ্যাকি শ্রফ (Jackie Shroff)।

শোতে বিচারক হিসাবে উপস্থিত রয়েছেন কিরণ খের, শিল্পা শেট্টি, বাদশাহ, মনোজ মুনতাসীরের মত ব্যক্তিত্বরা। সাথে অতিথি বিচারক হিসাবে হাজির হয়েছেন জ্যাকি শ্রফ। বিশেষ এই পর্বের একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। যেখানে ঈশিতা বিশ্বকর্মার (Ishita Vishwakarma) গানে মন্ত্রমুগ্ধ হতে দেখা গিয়েছে জ্যাকি শ্রফকে।

Ishita Vishwakarma,Jackie Shroff,India's Got Talent,ঈশিতা বিশ্বকর্মা,জ্যাকি শ্রফ,ইন্ডিয়াস গট ট্যালেন্ট

ঈশিতার গলায় ‘রাম লখন’ ছবির ‘বড়া দুখ দিয়া ও রামজি’ গান শুনে চোখে জল এসে গিয়েছে জ্যাকি শ্রফের। লতা মঙ্গেশকরের গাওয়া এই বিখ্যাত গানটি এক দশকের বেশি সময় পেরিয়ে আজও সমান জনপ্রিয়। সেই গানটিকেই খুব সুন্দর ভাবে গেয়ে শুনিয়েছে ঈশিতা। ছবিতে মাধুরী দীক্ষিতের সাথে  জ্যাকি শ্রফকে অভিনয় করতে দেখা গিয়েছিল।

এদিন ঈশিতার গান শোনার সময়েই মন্ত্রমুগ্ধের মত হা করে তাকিয়ে ছিলেন ৬৫ বছরের অভিনেতা। গান শেষ হতেই হাত জোড় করে নমস্কার করেন। এমনকি ফ্লাইং কিস পর্যন্ত ছুড়ে দেন। গানটি শুনে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি অভিনেতা। এরপর দেখা যায় অভিনেতা নিজে মঞ্চে উঠে ঈশিতার পা ছুঁয়ে প্রণাম করতে যান।

ঈশিতা তৎক্ষণাৎ সরে গিয়ে এমনটা না করার অনুরোধ করে ও তাকে আশীর্বাদ দেবার জন্য বলে। জানলে অবাক হবেন জ্যাকি শ্রফের পাশাপাশি বাদশাহও ঈশিতাকে প্রণাম করার উদ্দেশ্যে। এই পারফরমেন্সের ভিডিও ক্লিপ  তৈরী করে শেয়ার করা হয়েছে সোনিটিভির অফিসিয়াল ইনস্টাগ্রাম চ্যানেলে। যা ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই ৭০ হাজারেও বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। আর ঈশিতার গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥