• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আমার কাজ বাচ্চা জন্ম দেওয়া’, ডেবিউয়ের আগেই ছেলে টাইগারের থেকে হাত তুলে নেন বাবা জ‍্যাকি শ্রফ

বলিউডের প্রথমসারির তারকাদের মধ্যে ইতিমধ্যে নাম তুলে ফেলেছেন টাইগার শ্রফ (Tiger Shroff)। তবে অভিনেতা হওয়ার আগে থেকেই তাঁর আরও একটা পরিচয় রয়েছে সেটা হল জ্যাকি শ্রফ (Jackie Shroff) তাঁর বাবা। বলিউড ইন্ডাস্ট্রিতে বাবা মায়েদের দৌলতে অনেকেই কেরিয়ার শুরু করে আজ সফল হয়েছেন। তবে টাইগার শ্রফ আজ যেটুকু সফল তার জন্য নিজের পরিশ্রম করেছেন অনেক।

যেখানে আর পাঁচটা বলিউডের ষ্টার নিজের সন্তানদের বলিউডে ডেবিউয়ের জন্য যথাসাধ্য সাহায্য করে সেখানে জ্যাক শ্রফ কিন্তু তা করেন নি। বরং টাইগার শ্রফ নিজের চেষ্টাতেই আজ এই জায়গায় পৌঁছেছেন। এক সাক্ষাৎকারে বাবা জ্যাকি শ্রফের সম্পর্কে একথা জানা গিয়েছে। তার কাছ ছিল সন্তানের জন্ম দেওয়া। এর চাইতে বেশি কিছু তিনি করতে পারবেন না।

   

জ্যাকি শ্রফ,টাইগার শ্রফ,Jackie Shroff,Tiger Shroff,Bollywood Gossip,Sajid Nadiawala,The Kapil Sharma Show,বলিউড গসিপ,সাজিদ নাদিওয়ালা

শুনে অবাক হলেন তাই তো? তবে অবাক হলেও ঘটনাটা কিন্তু সত্যি। কারণ প্রবীণ অভিনেতা জ্যাকি শ্রফ নিজের মুখেই এই কথা স্বীকার করেছেন। টাইগার শ্রফের প্রথম ছবি বা ডেবিউ ছবি ‘হিরোপন্তি’ এর প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা এই কথা স্বীকার করেছেন। সেই থেকেই জানা গিয়েছে এই কাহিনী।

জ্যাকি শ্রফ,টাইগার শ্রফ,Jackie Shroff,Tiger Shroff,Bollywood Gossip,Sajid Nadiawala,The Kapil Sharma Show,বলিউড গসিপ,সাজিদ নাদিওয়ালা

সম্প্রতি দ্য কপিল শর্মা শোতে এসে উপস্থিত হয়েছিলেন টাইগার শ্রফ, কৃতি শ্যানন, আহঃ শেট্টি থেকে সাজিদ নাদিওয়ালা। সেখানেই কপিল শর্মার প্রশ্নের উত্তর দিতে গিয়ে জানা যায় এই তথ্য। কপিল প্রশ্ন করেছিলেন টাইগারের বলিউডের বেবিউয়ের আগে কি বলেছিলেন বাবা জ্যাক শ্রফ? যার উত্তরে সাজিদ জ‍্যাকি শ্রফের আইকনিক স্টাইল নকল করে জবাব দেন। তিনি বলেন, ‘দাদা একদিন আমায় বলল, আমার কাজ শুধু সন্তানের জন্মদেওয়া। বাকি ষ্টার তুই বানিয়ে নিস’।

স্বাভাবিকভাবেই সাজিদের কথা শুনে হাসতে শুরু করেছিল উপস্থিত সবাই। এমনকি টাইগার শ্রফ নিজেও হাসি চেপে রাখতে পারেননি। ‘হিরোপন্তি’ ছবি রিলিজের পর সুপারহিট না হলেও হিট হয়েছিল। কিন্তু ছবিতে নায়ক হিসাবে সেভাবে তাকে সেভাবে গ্রহণ করতে পারেনি দর্শকেরা। অনেকেই তার অভিনয় নিয়ে ট্রোল করেছিল। তবে ট্রোলিং সম্পর্কে অভিনেতার স্পষ্ট মন্তব্য, ‘কেউ ট্রোল করছে মানেই আপনি তার ওপর প্রভাব ফেলতে পেরেছেন তেমনটা কিন্ত নয়’!