• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একবার দেখার জন্য স্কুলবাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতেন! সেই ১৩ বছরের ছোট মেয়েটিই জ্যাকি শ্রফের স্ত্রী

জ্যাকি শ্রফ,আয়েশা শ্রফ,টাইগার শ্রফ,বলিউড,jackie shroff,Bollywood,Ayesha shroff,Tiger shroff

বলিউডের বিখ্যাত অভিনেতাদের একজন জ্যাকি শ্রফ। গত কয়েক দশক ধরেই পর্দা কাঁপাচ্ছেন তিনি। দীর্ঘদিনের কেরিয়ারে একেরপর এক সুপারহিট ছবি উপহার দিয়ে সকলের হৃদয়ে রাজত্ব করেছেন তিনি। পর্দায় তো অভিনেতাদের রোমান্স করতে আমরা সবসময়ই দেখি। আজ চলুন বাস্তব জীবনে অভিনেতা জ্যাকি শ্রফের প্রেম কাহিনি শুনে নেই।

প্রবীন অভিনেতা জ্যাকি শ্রফের প্রেম কাহিনি আজও যেন রঙিন বেলুনের মতো। জ্যাকি শ্রফের জীবন সঙ্গী আয়েশা শ্রফ। এখন দুই সন্তান নিয়ে গোছানো সংসার তাদের। আয়েশা শ্রফ ১৯৬০ সালে জন্মগ্রহণ করেছিলেন। ২০২১ সাল অর্থাৎ বর্তমানে তার বয়স ৬১ বছর।

জ্যাকি শ্রফ,আয়েশা শ্রফ,টাইগার শ্রফ,বলিউড,jackie shroff,Bollywood,Ayesha shroff,Tiger shroff

জ্যাকি শ্রফ যেমন অভিনয়ের জগতে নিজের নাম উজ্জ্বল করেছিলেন, তার পত্নী আয়েশা চলচ্চিত্র পরিচালক হিসেবে খুব প্রসিদ্ধ। জ্যাকি শ্রফের থেকে আয়েশা ১৩ বছরের ছোট। স্কুল সময়কাল থেকেই তাদের প্রেম। সেই সময়কার আয়েশাকে একটিবার দেখার জন্য তার স্কুল বাসের জন্য অপেক্ষা করে থাকতেন জ্যাকি।

স্কুল সময়ের প্রেম ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করে। তাদের ঘনিষ্ঠতা বাড়ার সাথে সাথে তারা উভয়ে একে অপরের প্রেমে পড়ে এবং ১৯৮৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রথমে আয়েশার মা এই বিয়ে মেনে নেননি। নিজের পরিবারের বিরুদ্ধে গিয়েই জ্যাকিকে বিয়ে করেছিলেন তিনি। তাদের সন্তান টাইগার শ্রফ এবং মেয়ে কৃষ্ণা শ্রফ। জ্যাকি পুত্র টাইগার শ্রফও বলিউডে বেশ প্রতিষ্ঠিত।

জ্যাকি শ্রফ,আয়েশা শ্রফ,টাইগার শ্রফ,বলিউড,jackie shroff,Bollywood,Ayesha shroff,Tiger shroff

প্রসঙ্গত, বুম’ ছবিতে ব্যর্থতার পর জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেতা জ্যাকি শ্রফকে। এমনকি সেই সময় আর্থিক অভাবে বাড়ির আসবাপত্র পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছিল তাঁকে। ২০০৩ সালে অমিতাভ বচ্চন এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘বুম’ মুক্তি পায়। সেটাই ক্যাটরিনার ডেবিউ ছবি ছিল। পরিচালনার দায়িত্বে ছিলেন জ্যাকি শ্রফের স্ত্রী আয়শা শ্রফ। সেই সময় টাইগারের বয়স ছিল ১১ বছর। স্ত্রীর পরিচালিত ছবির ব্যর্থতার পর বাড়ির আসবাপত্র পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছিল জ্যাকিকে। তবে সবটা দুজনে কড়া হাতে সামলে ফের সুখে সংসার করছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥