বলিউডের (Bollywood) মেলোডি কিং কুমার শানু (Kumar Shanu)। এমনকি গান গাওয়ার সুযোগ পেয়েছেন রাহুল দেব বর্মণের মতো তাবড় তারকা সুরকারের সঙ্গে। তাঁরই ছেলে হলেন জান কুমার শানু (Jaan Kumar Shanu)। পেশাগত দিক দিয়ে গানের জগতে বাবার মতো এতটাও নামডাক করতে পারেননি তিনি।
আর তার জন্য বারবার এই তারকা পুত্র কাঠগড়ায় তুলেছেন নিজের বাবাকেই। সম্প্রতি এন্টারটেনমেন্ট টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও সেই একই সুর শোনা গিয়েছে জনের গলায়। নিজের অসফলতার দায় বাবা তথা নামজাদা সংগীতশিল্পী কুমার শানুর ঘাড়ে চাপিয়ে জানের দাবি, ‘বাবা আমাকে কাজের ক্ষেত্রে এতটুকু সাহায্য করেননি। যদি তা করতেন, তা হলে আমি আজ ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকাদের মধ্যে এক জন হতাম।’
তবে বাবার বিরুদ্ধে কোনো অভিযোগের আঙুল তুলতে নারাজ জান। তাই এ প্রসঙ্গে জানের সংযোজন ‘তবে আমার কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই, কারও প্রতি কোনও দাবিদাওয়াও নেই। আমার ভগবানের উপর ভরসা আছে। আমার জন্য উনি নিশ্চয়ই কোনও পরিকল্পনা করে রেখেছেন।’
আসলে ছোট থেকেই জানের কাছে তাঁর মা রীতা ভট্টাচার্যই সব। তাই জানের কাছে তাঁর মা’ই একমাত্র ভালবাসার মানুষ। আসলে কুমার শানু আর তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের ছেলে জান কুমার শানু। জানা যায় কুমার শানু তখন বলিউডের উঠতি তারকা। এমন সময়েই রীতা ভট্টাচার্যকে বিয়ে করেন শানু।
সেসময় বেশ ভালই চলছিল তাঁদের সংসার। কিন্তু আচমকাই ছ’মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রীতাকে একা ছেড়ে চলে যান কুমার শানু। এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েই রীতার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় গায়কের। তাই বাবার ভালো স্মৃতি দুরের কথা ছোটবেলায় বাবাকে কোনোদিন কাছে পর্যন্ত পাননি জান।
প্রসঙ্গত জানের দুই দাদা রয়েছেন জেসি ও জিকো। জানা যায় রীতার পর একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন শানু। তিনি বিয়ে করেছিলেন সালোনি ভট্টাচার্যকে। তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। তবে বাবার প্রসঙ্গে জান আরও বলেছেন ‘আমি তো জানতামও না আমার বাবার বিষয়ে। অনেক বড় বয়সে জানতে পেরেছি ওঁর ব্যাপারে’। সেইসাথে তাঁর আক্ষেপ ‘আমি জানি না, কেন উনি আমাকে কোনও দিন গায়ক হয়ে ওঠার জন্য সাহায্য করেননি বা আমার হয়ে প্রচার করেননি।’