• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

করোনা যোদ্ধাদের জন্য বাদ্যযন্ত্রে সুর বলেছেন ইন্দো-তিবেতান বর্ডার পুলিশের কনস্টবল

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে (Corona Second Wave) রীতিমত বিপর্যস্ত গোটা দেশ। হাসপাতালের বেড থেকে শুরু করে নিঃশ্বাস নেবার অক্সিজেনের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন মানুষ। আবার বেড অক্সিজেন পেলেও যে প্রাণ বেঁচে যাচ্ছে তা নয়। অনেক সময় বেড পেতে পেতেই প্রাণ হারাচ্ছেন মধ্যবয়সী ছেলে মেয়ে থেকে শুরু করে বয়স্করা। দেশের ডাক্তার আর নার্সদের যেন কঠিন অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আপ্রাণ চেষ্টা করছেন তারা মানুষকে বাঁচানোর জন্য।

ভয়াবহ এই পরিস্থিতিতে রোজ হাজারো লোকের মৃত্যুর খবর ভেসে আসছে চারিদিক থেকে। তবে এর মাঝে কিছু ভাইরাল ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যা কঠিন পরিস্থিতিতে মন ভালো করে দেয়। সম্প্রতি এমনই একটি ভিডিও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে করোনা যোদ্ধাদের সোমনা জানিয়ে মান্ডোলিনে সুর তুলতে দেখা যেন এক সেনা কনস্টেবলকে।

   

Viral Video,Corona Second Wave,ITBP,Indo-Tibetan Border Police,ভাইরাল ভিডিও,করোনা ভাইরাস,ITBP constable plays mandolin for corona warriors

ভিডিওতে দেখা যাচ্ছ ইন্দো-তিবেতান বর্ডার পুলিশের (Indo-Tibetan Border Police) এক কনস্টবল রাহুল খোসলাকে। মান্ডোলিন হাতে সুর তুলতে দেখা যাচ্ছে। তার এই ভিডিওটি ITBP এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে, ‘হর করম আপনা করেঙ্গে’। অর্থাৎ আমাদের কর্তব্য আমরা করব। সাথে আরো লেখা রয়েছে, ‘করোনা যোদ্ধাদের কনস্টেবল রাহুল খোসলা আইটিবিপির সালাম’।

মন ভালো করার মত এই ভিডিওটিতে ইতিমধ্যেই বেশ কয়েকহাজার ভিউ হয়ে গিয়েছে। অনেকেই ভিডিওটিতে রাহুল খোসলার বাদ্যযন্ত্র বাজানোর প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন। ভিডিওটি বর্তমানে বেশ ভাইরাল ভিডিওটি পরিণত হয়েছে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সাথে লড়াইয়ের মাঝে নানান ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যা সত্যি মন ভালো করে দেয়। কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে হাসপাতালের ডাক্তারদের দেখা গিয়েছিল নাচতে।