মাঘ মাস পরতে না পড়তেই চারদিকে এখন শুরু হয়ে গিয়েছে বিয়ের মরসুম। শুভ কাজে দেরি না করে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি একে একে বিয়ের পিঁড়িতে বসছেন সকলেই। এরইমধ্যে সম্প্রতি চার হাত এক হল টলিপাড়ার এক সিলিব্রিটি জুটির। পাত্রী স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘ইষ্টি কুটুম’ (Ishtikutum) খ্যাত বাহামণি (Bahamoni) অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।
প্রসঙ্গত টেলি অভিনেত্রী রনিতা দাসের পর এই ধারাবাহিকের একসময় মুখ্য চরিত্রে অভিনয় করে রাতারাতি বাংলা সিরিয়ালের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন সুদীপ্তা। তারপর বাকিটা ইতিহাস। আর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। এরপর একের পর এক অভিনয় করেছেন ‘রেশম ঝাঁপি’, ‘বিকেলে ভোরের ফুল’-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে।
তবে ইদানিং সুদীপ্তা চুটিয়ে কাজ করছেন বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজে। এমনকি টেলিপাড়া সূত্রে এও খবর নতুন বছরের শুরুতেই আগামী ফেব্রুয়ারি মাসেই নতুন ধারাবাহিকে ফিরছেন বাংলা টেলিভিশনের ‘বাহামণি’ অভিনেত্রী সুদীপ্তা। তবে নতুন কাজে ফেরার আগে সম্প্রতি এক বিরাট সুখবর দিয়েছেন অভিনেত্রী। আসলে সম্প্রতি জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছেন অভিনেত্রী।
চলতি মাসেই অর্থাৎ ১৭-ই জানুয়ারি বিয়ে (Marriage) করেছেন অভিনেত্রী। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক তথা ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ তথা অভিনেতা স্বর্ণশেখর জোয়ারদার (Swarna Shekhar Joardar)। অভিনেতা ছাড়াও সুদীপ্তার স্বামীর রয়েছে আরও একটি পরিচয়। তিনি হলেন জনপ্রিয় পরিচালক পার্থসারথি জোয়ারদারের ছেলে। জানা যায় একসময় নিজের শ্বশুরমশাইয়ের হাত ধরেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল সুদীপ্তার।
প্রসঙ্গত স্বর্ণশেখরের সাথে সুদীপ্তার সম্পর্ক বহুদিনের। গতবছর অর্থাৎ ২০২২ সালের জুন মাসেই বাগদান সেরেছিলেন এই জুটি। আর তারপরেই পরিকল্পনা মাফিক সামাজিক বিয়েটাও সেরে ফেলেছেন যুগলে। প্রসঙ্গত খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে সুদীপ্তার স্বামী স্বর্ণশেখর পরিচালিত প্রথম ছবি ‘একলা মেঘ’।
তবে অভিনয় ছাড়াও আরও পছন্দের জিনিস আছে স্বর্ণ-সুদীপ্তার। আর সেটা হল গান আর ভ্রমণ। জানা যায় পাহাড়ি গ্রামে তাদের ছোট্ট একটা হোমস্টেও রয়েছে। সময় পেলেই নাকি সেখানে ছুটি কাটাতে চলে যান যুগলে ।