সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন ‘ইষ্টিকুটুম’ (Ishti Kutum) ধারাবাহিকের বাহামণি (Bahamoni)। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল তাঁর বিয়ের ছবি। জাঁকজমকপূর্ণভাবে মনের মানুষের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন তিনি। রুশা চ্যাটার্জি, রূপসা চ্যাটার্জির মতোই ‘মিস’ থেকে ‘মিসেস’ হয়ে উঠেছেন সকলের প্রিয় বাহাও। অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।
জনপ্রিয় ধারাবাহিক ‘ইষ্টিকুটুম’এ বাহার চরিত্রে প্রথমে অভিনয় করেছিলেন টেলি অভিনেত্রী রাণীইতা দাশ। পরে তিনি ছেড়ে দেওয়ার পর বাহার ভূমিকায় দেখা গিয়েছিল সুদীপ্তা চক্রবর্তীকে (Sudipta Chakraborty)। সম্প্রতি গাঁটছড়া বেঁধেছেন এই সুদীপ্তাই। ভালোবাসার মানুষ স্বর্ণশেখর জোয়ারদারের (Swarna Shekar Joardar) সঙ্গে পরিণয় সূত্রে বাঁধা পড়েছেন তিনি। কয়েকদিন আগে রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘দিদি নম্বর ১’এ এসে বিয়ের খবর জানিয়েছিলেন অভিনেত্রী।

বিয়ের পরই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন সুদীপ্তা এবং স্বর্ণশেখর। এবার নিজেদের ফুলশয্যার রাতের ভিডিও শেয়ার করলেন তাঁরা। নবদম্পতির ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে।

সুদীপ্তা-স্বর্ণশেখরের শেয়ার করা ভিডিওয় দেখা গিয়েছে, ঘরের বাইরে দু’দিক থেকে এসে একে অপরের হাত ধরলেন দু’জনে। অভিনেত্রীর পরনে ছিল হলুদ-গোলাপি রঙের একটি ব্রাইডাল শাড়ি। ফুলশয্যার রাতে কনের মতোই সেজেছিলেন তিনি। অপরদিকে স্বর্ণশেখরের পরনে ছিল ধূসর রঙের একটি পাঞ্জাবি ও সাদা চোস্ত পায়জামা।

এরপরই দেখা যায়, সুদীপ্তা-স্বর্ণশেখরের ফুলশয্যার রাতের ছবি। প্রথগত ফুলের সাজ নয়, বরং লাল ও সোনালি রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছিল তাঁদের ঘর। বিছানার মাঝে লাল গোলাপের পাঁপড়ি দিয়ে হৃদয় আঁকা। নানান রকমের আলো দিয়ে সাজানো হয়েছিল নবদম্পতির ঘর। নবদম্পতির শেয়ার করা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তখন বাজছে ‘কুছ ইস তরাহ’ গানটি।
View this post on Instagram
প্রসঙ্গত, পর্দার বাহামণির স্বামী স্বর্ণশেখর জোয়ারদারও একজন অভিনেতা। পাশাপাশি বাবা পার্থসারথি জোয়ারদারের মতো পরিচালনার কাজও শুরু করেছেন। স্বর্ণশেখরের প্রথম ছবি ‘একলা মেঘ’ শীঘ্রই মুক্তি পেতে চলেছে। অপরদিকে সুদীপ্তা এখন ধারাবাহিকে কাজ করছেন না। অভিনেত্রী এখন ওয়েব সিরিজের কাজ নিয়েই ব্যস্ত আছেন।