• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাতিলেবুর মতো গাল তরমুজ হয়ে গেল! ইসমার্ট জোডির মঞ্চে বাজার সেজে নাজেহাল এই খুদে

দর্শকদের বিনোদনের ডিলডোজ মানেই মেগা সিরিয়াল। আর দিনে দিনে সিরিয়াল আর বিনোদন কথাটি যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। তবে তবে সপ্তাহজুড়ে চলতে থাকা একঘেয়ে সিরিয়াল থেকে দর্শকদের স্বাদ বদল করতে সপ্তাহের শেষে বিনোদন মূলক চ্যানেলগুলির তরফে নিয়ে আসা হয় নিত্যনতুন রিয়ালিটি শো।

চলতি বছরেই জনপ্রিয় সেলিব্রিটি তারকাদের নিয়ে তৈরী এমনই একটি জনপ্রিয় রিয়ালিটি শো হল ইসমার্ট জোড়ি (Ismart Jodi)। সঞ্চালক তথা টলিউড অভিনেতা জিৎ(Jeet)-এর অনবদ্য সঞ্চলনায় এক অন্য মাত্রা পেয়েছে এই শো। বাংলার একাধিক সেলিব্রিটি দম্পতির মন পাগল ভালোবাসার কথা শোনাতেই শুরু হয়েছে এই রিয়ালিটি শো।

   

জিৎ,Jeet,ইসমার্ট জোড়ি,Ismart Jodi,জিনি,Jini,বাজার,Bazar

এই শোতেই অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে অন্যতম দুই জনপ্রিয় সেলিব্রেটি জুটি হলেন টেলি পাড়ার জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখার্জি (Sudip mukherjee) এবং তার স্ত্রী পৃথা চক্রবর্তী (Pritha Chakraborty) এবং ভরত কল (Bharat Kol) এবং তার স্ত্রী জয়শ্রী (Jayaoshree)। প্রতি সপ্তাহেই এই শোতে দর্শকদের বিনোদনের জন্য নিয়ে আসা হয় নিত্য নতুন গেম শো।
জিৎ,Jeet,ইসমার্ট জোড়ি,Ismart Jodi,জিনি,Jini,বাজার,Bazar
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়া পেজে এই শো এর একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ইসমার্ট জোড়ির মঞ্চে রূপকথার দেশে জিনির সঙ্গে মজার খেলায় মেতেছে ইসমার্ট জোড়ির প্রতিযোগিরা। সেখানে দেখা যাচ্ছে ছোট্ট জিনি (Jini) সেজে হাজির হয়েছে টাক মাথার এক ছোট্ট ছেলে।
জিৎ,Jeet,ইসমার্ট জোড়ি,Ismart Jodi,জিনি,Jini,বাজার,Bazar
সব থেকে মজার জিনিস হচ্ছে প্রতিযোগীদের খেলার বাজার (Bazar) হিসাবেই দেখা যাচ্ছে তাকে। ভিডিওতে দেখা যাচ্ছে সঞ্চালক জিৎ এক এক করে প্রশ্ন করছেন আর সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে দৌড়ে গিয়ে বাজার হিসাবে এই ছোট্ট জিনির মুখে  চুমু খাচ্ছেন প্রতিযোগিরা। আর যে আগে চুমু খাচ্ছেন সেই উত্তর দিতে পারছেন জিৎ -এর করা প্রশ্নের।

এই মজার খেলায় জ্যেৎ-এর করা প্রশ্নের সবাই এসে ওই খুদে জিনির গালে  চুমু খাওয়ার পরে তার ফর্সা টুকটুকে মুখে লাল লাল লিপস্টিকের দাগ হয়ে যায়।  বিরক্ত হয়ে সে বলতে শুরু করে তার পাতিলেবুর মতো গাল দুটো প্রোগ্রাম শেষ হওয়ার পর এবার তরমুজ হয়ে যাবে।