• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেকে নিয়ে রূপঙ্কর বাগচীর বিতর্কিত মন্তব্য! ইসমার্ট জোড়ির TRP তলানিতে, বাজিমাত দাদাগিরির

Published on:

দাদাগিরি,Dadagiri,ইসমার্ট জোড়ি,Ismart Jodi,সৌরভ গাঙ্গুলী,Sourav Ganguly,রুপঙ্কর বাগচী,Rupankar Bagchi,কেকে,KK

অবসর সময়ে দর্শকদের বিনোদনের গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু সিরিয়াল। তাই সিরিয়াল ছাড়া আজকাল কিন্তু এক মুহুর্তও চলে না বাংলার সিরিয়াল প্রেমী দর্শকদের। আর এখন তো সারা সপ্তাহ জুড়েই বিনোদন মূলক চ্যানেল গুলোতে চলতে থাকে একের পর এক ভিন্ন স্বাদের সিরিয়ালের দাপট। কিন্তু একঘেয়ে সিরিয়াল দেখতে বিরক্ত হয়ে যান দর্শকদের একটা বড় অংশ।

তাই সপ্তাহ শেষে সিরিয়ালের ভীড়ে দর্শকদের মনোরঞ্জন করতে চ্যানেল গুলির তরফে হাজির করা হয় ভিন্ন স্বাদের নন ফিকশন সব শো গুলি। রোজ রোজ একঘেয়ে সিরিয়াল দেখতে দেখতে একপ্রকার বিরক্ত হয়ে যান দর্শক। তাই সারা সপ্তাহের একঘেয়েমি দূর করতে এই ধরনের বিনোদন মূলক নন ফিকশন রিয়ালিটি শো গুলির জুড়ি মেলা ভার।

দাদাগিরি,Dadagiri,ইসমার্ট জোড়ি,Ismart Jodi,সৌরভ গাঙ্গুলী,Sourav Ganguly,রুপঙ্কর বাগচী,Rupankar Bagchi,কেকে,KK
আর আজকাল কিন্তু সিরিয়ালের মতোই নন ফিকশন রিয়ালিটি শো গুলির মধ্যেও চলে টি আর পির কড়া টক্কর। আর রিয়ালিটি শো মানেই নাচ,গান,আর মজার মজার সব খেলা বর্তমানে বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো গুলির কথা উঠলে প্রথমেই আসে জি বাংলার দিদি নাম্বার ওয়ান। এছাড়াও রয়েছে জি বাংলার জনপ্রিয় শো দাদাগিরি (Dadagiri) এবং স্টার জলসার নতুন রিয়ালিটি শো ইসমার্ট জোড়ি (Ismart Jodi) ।

Sourav ganguly dadagiri season 9 last episode shooting

গতকাল টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছে দাদাগিরি সিজন ৯ -এর জমজমাট গ্রান্ড ফিনালে। ওই একই সময়ে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয় ইসমার্ট জোড়ি। এই শোতে রয়েছেন বাংলার জনপ্রিয় গায়ক রুপঙ্কর বাগচী (Rupankar Bagchi) এবং তার স্ত্রী চৈতালী। সম্প্রতি কেকে (KK) প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে জনরোষের মুখে পড়েছেন রূপঙ্কর বাগচী । সোশ্যাল মিডিয়ায় রূপঙ্কর বাগচীর ছবি দেখলেই রে রে করে তেড়ে আসছেন সবাই।

দাদাগিরি,Dadagiri,ইসমার্ট জোড়ি,Ismart Jodi,সৌরভ গাঙ্গুলী,Sourav Ganguly,রুপঙ্কর বাগচী,Rupankar Bagchi,কেকে,KK
এই বিতর্কের মধ্যে দিয়েই ইসমার্ট জোড়ির শুটিং করছেন রূপঙ্কর এবং তাঁর স্ত্রী। যার প্রভাব পড়েছে শোয়ের টি আর পি তালিকাতেও।  গত সপ্তাহের টি আর পি তালিকায় দেখা গিয়েছে সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) ‘দাদাগিরি সিজন ৯’-এর জনপ্রিয়তার হারিয়ে দিয়েছে ‘ইসমার্ট জোড়ি’কে।  টিআরপি লিস্টে ৫.২ রেটিং পয়েন্ট নিয়ে ইসমার্ট জোড়ি কে হারিয়ে দিয়েছে দাদাগিরি। ইসমার্ট জোড়ির ঝুলিতে ৩.৭ নম্বর। ৬.৫ নম্বর নিয়ে সেরার মুকুট ছিনিয়ে নিয়েছে রচনা ব্যানার্জীর দিদি নম্বর ১।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥