বাংলার বিনোদনমূলক চ্যানেল গুলিতে এখন সপ্তাহজুড়ে চলতে থাকে বাংলা সিরিয়ালের দাপট। কিন্তু প্রতিদিন এক ঘেয়ে সিরিয়াল দেখতে কারই বা ভালো লাগে? তাই এখনকার দিনে সারা সপ্তাহজুড়ে চলতে থাকা সিরিয়ালের এক ঘেয়েমি কাটাতে কিন্তু রিয়ালিটি শোয়ের জুড়ি মেলা ভার। তাই দর্শকদের মনোরঞ্জন করতে হাসি,আড্ডা,গান গল্প এবং একরাশ উপহারের সম্ভার নিয়ে প্রতিদিন টিভির পর্দায় দিদি নাম্বার ওয়ান নিয়ে টিভির পর্দায় হাজির হন সঞ্চালিকা রচনা ব্যানার্জী।
বাংলার নানা প্রান্ত থেকে নিজেদের জীবনের কঠিন লড়াইয়ের গল্প শোনাতে দিদি নাম্বার ওয়ানের (Didi no1) মঞ্চে এসে হাজির হন বাংলার অসংখ্য মহিলারা। মাঝে মধ্যে রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna banerjee) এইঅনুষ্টানে ডাক পরে বাংলা বিনোদন জগতের একাধিক সেলিব্রেটিদেরও। মাঝেমধ্যেই সেলিব্রেটিদের দিদি নাম্বার ওয়ান খেলার সেই সব নতুন পুরোনো নানান ভিডিও ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি তেমনি দিদি নাম্বার ওয়ান-এর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসেছিলেন স্টার জলসা জনপ্রিয় সিরিয়াল ‘ইষ্টি কুটুম’ (Ishti Kutum) খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)। সেই পর্বে এই অভিনেত্রীর করা মন্তব্য রীতিমতো আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে নিজের মুখেই নিজের স্বার্থপরতার কথা স্বীকার করে নিয়ে অভিনেত্রী বলেছেন তার কাছে তিনি নিজেই বেশি গুরুত্বপূর্ণ। তিনি নিজের কথাই সবথেকে বেশি ভাবেন। তাই তিনি যখন নিজে কোন বিষয়ের ওপরে ফোকাস করেন তখন তার কাছে তার বাবা মাও ঝাপসা হয়ে যান। এখানেই শেষ নয় অভিনেত্রী জানিয়েছেন ব্যস্ততার কারণে তিনি নিজের বাবা মাকেও সময় দিতে পারেন না।
অঙ্কিতা বলেছেন তিনি বিকেল পাঁচটার পর আর বাড়িতে থাকেন না,বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়ে যান। তাই বাবার সাথেই সারাদিনে তার দেখা হয় না। অঙ্কিতার কথায় তার বাবা বেরিয়ে যান সকাল ৮:০০ টায় যখন তিনি ঘুমান আর যখন তার বাবা বাড়ি থাকেন তিনি তখন বাড়ি থাকেন না। এই কারণেই বাবার সাথে দেখা হয় না তার।
শুধু তাই নয় বিয়ের প্রসঙ্গ উঠলে সেই সময় অভিনেত্রী জানান ভবিষ্যতে তিনি যাকে বিয়ে করবেন তাকে এবং তার পরিবারকে জানতে হবে যে তিনি কাউকে সময় দিতে পারবেন না। তিনি সকাল সকাল উঠে বাসন মাজতেও পারবেনা না কারণ তিনি যদি বাসন মাজেন তাহলে পরবর্তীতে হাতের অবস্থা খারাপ হয়ে যাবে তাই আর তার হাতের কোন শর্ট নেওয়া যাবে না।
এ কথা শুনে রচনা সহ উপস্থিত সকলে একেবারে হেসে গড়িয়ে পড়েন। তবে সেই সাথে সেইসাথে অভিনেত্রী জানিয়েছেন যাকে বিয়ে করবেন তার তরফ থেকে যদি তিনি সেরম ব্যবহার পান তাহলে তিনি নিজের দিক দিয়েও পাল্টা অনেক কিছুই পরিবর্তন করতে পারেন। প্রসঙ্গত আগেই বলেছি ভিডিওটি পুরোনো। কারণ চলতি বছরের শুরুতেই পাহাড়ে গিয়ে অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee) সাথে বিয়ে সেরেছেন অঙ্কিতা।
View this post on Instagram
তবে অন ক্যামেরা নিজের সম্পর্কে অঙ্কিতাকে এমন কথা বলতে শুনে বেশ বিরক্ত দশক। প্রিয় অভিনেত্রীর মুখে এমন ‘স্বার্থপর’ হওয়ার কথা শুনে সবাই তাকে অহংকারী বলেও কটাক্ষ করেছেন। প্রসঙ্গত অঙ্কিতা আগামী ১৮ জুলাই থেকেই পাঁচ বছর পর ছোট পর্দায় কামব্যাক করছেন।কালার্স বাংলায় আসছে তার নতুন সিরিয়াল ‘ইন্দ্রানী’।