• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘সূর্যবংশম’এ অমিতাভের ছোট্ট নাতনি এখন বলিউডের হার্টথ্রব! রইল শিশুশিল্পীর এখনকার ছবি

অমিতাভ বচ্চন অভিনীত ‘সূর্যবংশম’ (Sooryavansham) ছবিটি এখনও সমান জনপ্রিয়। প্রায়ই এই ছবি টেলিভিশনের একটি নামী চ্যানেলে দেখানো হয় এবং দর্শকরা সেটি দেখতে থাকেন। এই ছবিতে অমিতাভের (Amitabh Bachchan) দ্বৈত চরিত্রে অভিনয় সকলের বেশ পছন্দ হয়েছিল। যেভাবে দক্ষতার সঙ্গে পিতা ভানুপ্রতাপ এবং পুত্র হীরা ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন ‘বিগ বি’ তা সকলের মন জয় করেছিল। তবে আপনি কি জানেন, এই ছবিতে অমিতাভের নাতনির চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডেরই এক নামী অভিনেতা?

১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অমিতাভ ছাড়াও অভিনয় করেছিলেন সৌন্দর্য, রচনা ব্যানার্জি, অনুপম খের, মুকেশ ঋষির মতো শিল্পীরা। এনাদের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছিলেন বলিউডের এক নামী অভিনেতা, যিনি এখন বড় পর্দার সঙ্গেই মেয়েদের মনেও রাজত্ব করছেন।

   

Ishaan Khatter in Sooryavansham

‘সূর্যবংশম’ সিনেমায় অমিতাভ, সৌন্দর্য-সহ উল্লিখিত কলাকুশলীদের সঙ্গেই অভিনয় করেছিলেন বলিপাড়ার আরও দুই নামী সেলেব। যথা, নীলিমা আজিম এবং রাজেশ খট্টর। আর এই তারকা জুটির সঙ্গেই স্ক্রিন ভাগ করে নিয়েছিলেন তাঁদের পুত্র ঈশান খট্টর (Ishaan Khatter)।

Ishaan Khatter in Sooryavansham

হ্যাঁ, শুনতে অবাক লাগলেও, এটাই সত্যি। ছবিতে রাজেশ অভিনীত চরিত্র বরণ সিংয়ের কন্যার ভূমিকায় দেখা গিয়েছিল ছোট্ট ঈশানকে। পোশাক এবং সাজ সজ্জার কারণে তাঁকে চিনতে না পারা গেলেও, ‘সূর্যবংশম’এ অমিতাভের নাতনির চরিত্রে দেখতে পাওয়া সেই মিষ্টি মেয়েটি আসলে বলিপাড়ার হার্টথ্রব ঈশান খট্টরই।

Ishaan Khatter

তবে শুধুমাত্র এই একটি ছবিই নয়, ঈশান শিশু শিল্পী হিসেবে আরও একটি ছবিতে অভিনয় করেছেন। তাঁর দাদা শাহিদ কাপুর এবং অমৃতা রাও অভিনীত ছবি ‘বাহঃ লাইফ হো তো অ্যায়সি’ ছবিতেও খুদে শিল্পীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও শাহিদ অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ ছবিতেও ক্যামিত রোলে দেখা গিয়েছিল তাঁকে।

Ishaan Khatter in Vaah life ho toh aisi

শিশু শিল্পী হিসেবে কেরিয়ার শুরু করা ঈশান ২০১৭ সালে ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবির মাধ্যমে পরিচিতি পাওয়া শুরু করেন। এরপর ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধড়ক’ ছবিতে জাহ্নবী কাপুরের বিপরীতে অভিনয় করে নজর কাড়েন তিনি। প্রশংসিত হয়েছিল শাহিদের ভাইয়ের অভিনয়। ঈশানকে এরপর ‘পিপা’ এবং ‘ফোন ভুত’ ছবিতে দেখা যাবে।