• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহামিলনের পরক্ষণেই মৃত্যু! এবার সন্ন্যাস রূপে হাজির ঈশান, ফাঁস ‘গৌরী এলো’র ধামাকা পর্ব

Published on:

Ishaan comes back as monk, new twist in Zee Bangla’s Gouri Elo

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক (Serial) হল ‘গৌরী এলো’ (Gouri Elo)। এই ধারাবাহিক যেমন টিআরপি তালিকায় বরাবর ভালো পারফর্ম করেছেন, তেমনই চর্চার কেন্দ্রেও থেকেছে। ভক্তিমূলক এই সিরিয়াল শুরু থেকেই দর্শকদের দারুণ পছন্দের। উপরি পাওনা হিসেবে রয়েছে ঈশান (Ishaan) এবং গৌরীর (Gouri) দুর্দান্ত রসায়ন। এবার এই সিরিয়ালেই আসতে চলেছে বিরাট টুইস্ট।

‘গৌরী এলো’র নিয়মিত দর্শকরা জানেন, ধারাবাহিকের নায়ক ঈশান এবং গৌরী যথাক্রমে মহাদেব এবং মা কালীর অংশ। বহুবার মায়ের নানান রূপে দেখা মিলেছে গৌরীর। সেই সঙ্গেই ঈশানও যে ভোলেনাথের অংশ, সেই প্রমাণও মিলেছে। যদিও ঈশ্বরের অংশ হলেও ধারাবাহিকে দেখানো হয়েছিল, মৃত্যুর কোলে ঢলে পড়েছে ঈশান।

Ishan Gouri, Gouri Elo, Ishaan death

ওদিকে আবার সম্প্রতি দেখানো হয়, ঈশানের মৃত্যুর পর গৌরী যখন একেবারে দিশেহারা হয়ে গিয়েছে। তখনই জানা যায়, সে মা হতে চলেছে। গৌরীর গর্ভে রয়েছে ঈশানের সন্তান। এসবের মাঝেই সিরিয়ালে নতুন রূপে ফিরতে চলেছে ঈশান।

Gouri Elo, Gouri Elo Gouri, Gouri crying

মঙ্গলবার জি বাংলার অফিশিয়াল পেজ থেকে ‘গৌরী এলো’ ধারাবাহিকের বেশ কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সন্ন্যাসী রূপে বসে রয়েছে এক ব্যক্তি। কিছুক্ষণ ভালো করে দেখার পরেই বোঝা যাচ্ছে, সেই ব্যক্তি আর কেউ নয়, বরং ঈশান নিজেই।

Gouri Elo, Gouri Elo Ishaan

অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে, দুর্ঘটনায় ঈশানের মৃত্যু দেখানো হলেও, সে ফের নতুন রূপে ফিরে আসছে। এবার এটাই দেখার, ঈশানকে নতুন রূপে দেখার পর গৌরীর কেমন প্রতিক্রিয়া হয়। ইতিমধ্যেই ‘গৌরী এলো’য় সন্ন্যাসী রূপে ঈশানের এই ছবি তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বেশ কিছু নেটিজেন আবার ঈশানের সন্ন্যাসী রূপ ধারণ নিয়ে হাসি ঠাট্টা করতেও শুরু করে দিয়েছেন। একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘ডাক্তারি ছেড়ে দিয়ে শেষমেষ কিনা সন্ন্যাসী রূপে ফিরল ঈশান!’ তবে সোশ্যাল মিডিয়ায় যতই ঠাট্টা করা হোক না কেন, টিআরপি তালিকায় ‘গৌরী এলো’র দুর্দান্ত পারফরম্যান্স দেখে কিন্তু বেশ বোঝা যাচ্ছে, দর্শকদের এই ধারাবাহিক দারুণ লাগছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥