আধুনিক যুগে সনাতনী যা কিছু সবেরই বদল আসছে ধীরে ধীরে। এবার স্বয়ং সরস্বতীও হলেন আধুনিকা। এক্কেবারে জিন্স, টিশার্ট পরে ধরাধামে আবির্ভূত হলেন দেবী। কি অবাক হচ্ছেন তো? আসলে টলিউডের স্টাইলিশ অভিনেত্রী ইশা সাহা (Isha Saha) দেবী সরস্বতীর রূপ ধরেছেন ছক ভাঙা কায়দায়।
গতকাল ছিল সরস্বতী পুজো, অর্থাৎ বকলমে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এদিনে এক ঝাঁক যুবক যুবতী হলুদ প্রজাপতির মতো ঝলমল করে বেড়ায় চারিপাশে। শাড়ির সাথে ম্যাচিং পাঞ্জাবি পরে এদিন হাত ধরে ঘোরে প্রেমিক প্রেমিকারা। তবে টলিউডের উঠতি অভিনেত্রী ইশা এসবের ধার ধারেননি।
এদিন ডিজাইনার এবং স্টাইলিশ বুকুন গোস্বামী ও মোনালিসার হাতের জাদুতে আধুনিকা সরস্বতী সাজলেন ইশা। যুগের সাথে তাল মিলিয়ে তার পরনে নীল টিশার্ট, ডেনিম জিন্স, পায়ে স্নিকার্স কপালে টিপ এবং হাতে তানপুরা। মাথায় লাগানো গাঁদা ফুলের মালা। সবমিলিয়ে ইশার সাজ এক্কেবারে অন্যরকম ।
সারা গায়ে তার রূপোর গয়না। যে সাজ আমরা ভাবতেই পারিনা ইশা নির্দ্বিধায় তা সেজে সকলকে তাক লাগিয়েছেন অভিনেত্রী৷ অনেকেই তার এই নতুনত্ব সাজের প্রশংসা করলেও নেটিজেনদের একাংশ বিষয়টা ভালো চোখে দেখেননি৷ তাদের মত আধুনিক হতে গিয়ে বাগদেবীকে অপমান করেছেন ইশা। হিন্দু ধর্মকেও তিনি কলুষিত করেছেন বলে অভিযোগ।
তবে এই প্রসঙ্গে ইশার দাবি, সরস্বতী পুজো মানেই শাড়ি এই স্টিরিওটাইপ ভাঙতে চান তিনি। অন্য পোশাক পরা যেতেই পারে সেটাই বোঝানো তার মূল উদ্দেশ্য ছিল। কেউ বলেছেন ‘বাঈজি লাগছে’ আবার কারোর কথায়, ‘তুই অর্ধনগ্ন হয়ে ফটো তুলছিস তোল, আধুনিকতা বলে সরস্বতীকে অপমান করিস না। ‘
View this post on Instagram