• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্যাগের দামেই বিশ্ব ভ্রমণ! ঈশা অম্বানির হাতের এই পুতুল ব্যাগের দাম শুনলে রাতের ঘুম উড়ে যাবে

Published on:

Isha Ambani doll handbag in Met Gala 2023 price

ধনকুবের মুকেশ অম্বানির পাশাপাশি তাঁর স্ত্রী নীতা, দুই পুত্র এবং কন্যা ঈশাকে (Isha Ambani) নিয়েও সাধারণ মানুষদের মধ্যে আগ্রহ প্রবল। অম্বানি পরিবারের লাইফস্টাইল নিয়ে হামেশাই সংবাদমাধ্যমে চর্চা চলতে থাকে। তাঁরা কী খেলেন, কোথায় গেলেন, কী পড়লেন- এই সবকিছুই আমজনতার আলোচনার টপিক। সম্প্রতি যেমন মুকেশ-কন্যা ঈশার পুতুল হ্যান্ডব্যাগ (Doll Handbag) নিয়ে চর্চা-আলোচনা শুরু হয়েছে।

মুকেশের স্ত্রী নীতা, কন্যা ঈশা এবং পুত্রবধূ শ্লোকার পোশাক, গয়নার সম্ভার দেখলে যে কারোর মাথা ঘুরে যাবে। অতীতে বহুবার এসবের কারণে সংবাদমাধ্যমের শিরোনামেও উঠে এসেছেন তাঁরা। সম্প্রতি আবার মেট গালা ২০২৩’এ (Met Gala 2023) ঈশার পুঁচকে হ্যান্ডব্যাগ নজর কেড়েছে সকলের। পুতুলের আকারের তেমন ব্যাগ সচরাচর চোখে পড়ে না। কিন্তু তার দাম (Price) শুনলে আঁতকে উঠবে যে কেউ।

Isha Ambani, Isha Ambani doll bag, Isha Ambani doll handbag

মা নীতার মতোই ঈশাও প্রচণ্ড ফ্যাশান সচেতন। শুধুমাত্র দামি দামি শাড়ি-গয়না পরাই নয়, সেগুলো যাতে দেখতেও অভিনব হয় তা সুনিশ্চিত করেন মুকেশ-কন্যা। মেট গালার সময়েও এর ব্যতিক্রম হয়নি। তারকাখচিত এই অনুষ্ঠানের জন্য ঈশা বেছে নিয়েছিলেন কালো রঙের একটি গাউন। একেবারে রাজকন্যার মতো দেখাচ্ছিল তাঁকে।

Isha Ambani, Isha Ambani in Met Gala 2023

নামী ডিজাইনার প্রবাল গুরুং তৈরি করেছিলেন ঈশার এই পশকার। প্রচুর মুক্ত এবং পাথর বসানো ছিল মুকেশ-কন্যার এই পোশাকে। সেই সঙ্গেই কপালে টিপ, মাথাপট্টি এবং ভারী ভারী গয়নার সঙ্গে নিজের লুক সম্পূর্ণ করেছিলেন তিনি। তবে এতকিছুর মাঝেও নেটিজেনদের নজর কাড়ে ঈশার হাতের পুঁচকে পুতুল হ্যান্ডব্যাগটি।

Isha Ambani, Isha Ambani doll bag, Isha Ambani doll handbag

জানা গিয়েছে, ঈশা এই হ্যান্ডব্যাগটি কিনেছেন ‘স্যানেল’ ব্র্যান্ড থেকে। এটি একটি লিমিটেড এডিশন ব্যাগ। দাম প্রায় ৩০ হাজার ৫৫০ ডলার। ভারতীয় মুদ্রায় সেই অঙ্কটা কত জানেন? ভারতীয় মুদ্রায় সেই অঙ্কটা প্রায় ২৪ লাখ ৯৫ হাজার টাকা। পুঁচকে পুতুলের মতো দেখতে এই হ্যান্ডব্যাগের এমন আকাশছোঁয়া দাম শুনে স্বাভাবিকভাবেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

Isha Ambani, Isha Ambani in Met Gala 2023

প্রসঙ্গত উল্লেখ্য, ধনকুবের মুকেশ-কন্যা ঈশা এই মুহূর্তে রিল্যায়েন্সের চেয়ারম্যান পদে আসীন। তাঁর কাছে রয়েছে বিশ্বের একাধিক দামি জিনিস। বিলাসবহুল বাড়ি, গাড়ি থেকে শুরু করে বিপুল গয়নার সম্ভার- ঈশার কাছে রয়েছে সব। অনেকেই জানেন না, মুকেশ-কন্যা এদেশের সবচেয়ে দামি বধূও। তাঁর বিয়ের সময় ১০ কোটি ডলার খরচ করেছিল অম্বানি ফ্যামিলি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥