এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত পুরনো ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে একটি হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। ২০২২ সালের ১৬ মে পথচলা শুরু হয়েছিল ইন্দ্র-মিতুলের। দেখতে দেখতে প্রায় ১ বছর হয়ে গিয়েছে। টিআরপি (TRP) তালিকায় পয়েন্ট কমলেও, দর্শকদের মনে এখনও নিজের স্থান ধরে রেখেছে এই সিরিয়াল। তাই স্বাভাবিকভাবেই ’খেলনা বাড়ি’ শেষ (End) হয়ে যাচ্ছে শুনে মন খারাপ হয়ে গিয়েছিল সিরিয়ালপ্রেমী দর্শকদের।
সপ্তাহখানেক আগে প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন মেগা ‘মিলি’র (Mili) সম্প্রচারের সময়। ‘আলতা ফড়িং’ খ্যাত খেয়ালী মণ্ডল এবং অনুভব কাঞ্জিলাল অভিনীত এই সিরিয়াল আগামী ২৫ সেপ্টেম্বর রাত ৯টা থেকে শুরু হতে চলেছে। অর্থাৎ যে স্লটে এখন ‘খেলনা বাড়ি’ সম্প্রচারিত হয়, সেই স্লটে দেখানো হবে ‘মিলি’।
এরপর থেকেই অনেকে ‘খেলনা বাড়ি’ ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন। ইন্দ্র-মিতুলের ধারাবাহিক শেষ হয়ে যাবে নাকি স্লট বদল হবে সেই প্রশ্ন দেখা দিয়েছিল সকলের মনে। অবশেষে সকল জল্পনার অবসান ঘটালেন ‘মিতুল’ (Mitul) অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) নিজে। সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে ‘খেলনা বাড়ি’র ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেন তিনি।
দর্শকদের আশ্বস্ত করে ‘মিতুল’ বলেন, ‘খেলনা বাড়ি এখন বন্ধ হচ্ছে না, এটুকু আমি নিশ্চিত বলতে পারি। আমাদের কাছে চ্যানেলের তরফ থেকে কোনও খবর আসেনি। কিন্তু সিরিয়াল নিয়ে চ্যানেলের কী সিদ্ধান্ত অর্থাৎ কোন স্লটে যাচ্ছে না যাচ্ছে সেটা এখন আমি বলতে পারবো না। তবে এটুকু বলব খেলনা বাড়ি বন্ধ হচ্ছে না’। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগে ‘কার কাছে কই মনের কথা’র জন্যেও এই ধারাবাহিকের স্লট বদল হয়েছিল। সন্ধ্যা ৬:৩০টার পরিবর্তে রাত ৯টার স্লটে দেওয়া হয়েছিল এই সিরিয়াল। ফের দু’মাসের মাথায় বদলাতে চলেছে ‘খেলনা বাড়ি’র সময়।
আরাত্রিকা বলেন, ‘খেলনা বাড়ির সফরটা ভীষণ অদ্ভুত। আমরা ধীরে ধীরে শুরু করেছিলাম। এরপর টিআরপি তালিকায় একটা লম্বা সময় আমরা দ্বিতীয়-তৃতীয় স্থানে থেকেছি। মাঝে যখন একটু টিআরপি পড়ে গিয়েছিল, ৬:৩০টার স্লট হারিয়েছিলাম, তখন রাত ৯টায় চলে আসি। শুরুতে এই স্লট ধরতে একটু সময় লেগেছে। তবে এখন আমরাই স্লট লিডার। আমাদের সফর মসৃণ ছিল না। তবে আমাদের ধারাবাহিকের একটা নির্দিষ্ট দর্শক আছেন, তাঁরা সব সময় আমাদের সঙ্গে থেকেছেন’।