বলিউডের (Bollywood) অভিনেতা বরুন ধাওয়ান (Varun Dhawan)। সম্প্রতি বরুনের নতুন ছবি ‘কুলি নং ১ (Coolie No. 1)’ ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। আগামী ২৫ শে ডিসেম্বর অনলাইন প্লাটফর্ম অ্যামাজনে রিলিজ হতে চলেছে ছবিটি। ছবিতে সাইফ কন্যা সারা আলী খানের (Sara Ali Khan) সাথে অভিনয় করেছেন বরুন। ‘কুলি নং ১’ ছবিটি আসলে ১৯৯৫ এর ছবি ‘কুলি নং ১’ এরই রিমেক ভার্শন। আসল ছবিতে গোবিন্দা ও কারিশমা কাপুর অভিনয় করেছিলেন যার বদলে এবার কুলির চরিত্রে অর্থাৎ গোবিন্দার বদলে রয়েছেন বরুন ধাওয়ান। অন্য দিকে কারিশমা কাপুরের বদলে রয়েছেন সারা আলী খান।
মজার বিষয় হল ১৯৯৫ এর ছবি ও ২০২০ এর ছবির রিমেক ভার্শন দুটোই পরিচালনা করেছেন বরুন ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান। বর্তমানে ছবির প্রচারের কাজ নিয়ে বেশ ব্যস্ত। এবার অভিনেতা বরুন তার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও শেয়ার করেছেন। শেয়ার করা ভিডিওতে ভারুন তার শালার সাথে পরিচয় করিয়ে দেবার কথা বলেছেন। তাহলে কি বিয়ে করতে চলেছেন বরুন ধাওয়ান? আসলে বরুন ধাওয়ানের নতুন ছবির নতুন গান ‘তেরি ভাবি’ রিলিজ হয়েছে। সেখানেই বরুন ধাওয়ানকে ‘হাটযা সামনে সে তেরি ভাবি খাড়ি হে’ গাইতে দেখা গেছে।
এবার আসা যাক কিছুটা ব্যক্তিগত প্রসঙ্গে, বরুন ধাওয়ান ছবিতে সারা আলী খানের প্রেমে পড়েছেন ঠিকই। কিন্তু আসল জীবনে কিন্তু দীর্ঘদিন ঘরে ছোট্ট বেলাকার বান্ধবী নাতাশা দালালের (Natasha Dalal) সাথে প্রেম করেন। ভারুন যেমন বলিউডের অভিনেতা তেমনি নাতাসাও কম নয়, পেশায় ফ্যাশন ডিজাইনার সে। আমেরিকা থেকে ফ্যাশন সংক্রান্ত পড়াশোনা করেছে সে। বরুন যে নাতাশাকে দীর্ধদিন ধরে ডেটিং করেন ও বিয়ে করতে চান তা নিজে স্বীকারও করেছিলেন ‘কফি উইথ করণ’ শোতে।