• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘সোহাগ জল’ ফ্লপ হতেই টেলি দুনিয়াকে বিদায় জানালেন শ্বেতা? খবর সামনে আসতেই শোরগোল নেটপাড়ায়

Published on:

Is Sweta Bhattacharya leaving Bengali serial industry_ This is what Sohag Jol actress said

বাংলা টেলিভিশনের সুপারহিট নায়িকাদের মধ্যে একজন হলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। ‘জড়োয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’ সহ একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করেছেন তিনি। যদিও শ্বেতার শেষ সিরিয়াল ‘সোহাগ জল’ (Sohag Jol) দর্শকমহলে সেভাবে ছাপ ফেলতে পারেনি। মাত্র ৭ মাসের মাথাতেই শেষ হয়ে যাচ্ছে জি বাংলার (Zee Bangla) এই সিরিয়াল।

শ্বেতার মতো সুপারহিট নায়িকা থাকা সত্ত্বেও কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে ‘সোহাগ জল’। চলতি সপ্তাহেই ধারাবাহিকের অন্তিম পর্ব সম্প্রচারিত হবে। ধারাবাহিকের শেষ শ্যুটিং সম্পন্ন হয়ে গিয়েছে। বাংলা টেলিভিশনের একাধিক নামী তারকা থাকা সত্ত্বেও কেন বেশিদিন চলল না জি বাংলার এই সিরিয়াল? সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছিলেন নায়িকা জুঁই নিজেই।

Sohag Jol Jui, Sweta Bhattacharya, Sweta Bhattacharya Sohag Jol

এক নামী সংবাদমাধ্যমের কাছে এই প্রসঙ্গে শ্বেতা বলেন, সিরিয়াল না চলার একাধিক কারণ থাকতে পারে। হয়তো ধারাবাহিকের গল্প কিংবা জুঁই চরিত্রটা দর্শকদের পছন্দ হয়নি। এই পছন্দ না হওয়াটা সম্পূর্ণভাবে দর্শকদের হাতে রয়েছে। ‘সোহাগ জল’ নায়িকার সংযোজন, দর্শকরা যদি একপেশে চরিত্রেই তাঁকে দেখতে চায় তাহলে অভিনেত্রী হিসেবে চ্যালেঞ্জ তিনি কবে গ্রহণ করবেন? আগের চরিত্র ভেঙে নিজেকে সম্পূর্ণ নতুনভাবে দর্শকদের সামনে উপস্থাপন করাই অভিনেতা-অভিনেত্রীদের আসল চ্যালেঞ্জ।

চরিত্রের এই বদল দর্শকরা মেনে না নিতে পারলেই শিল্পীদের কোথাও একটা সমস্যা হয়। তবে তাই বলে কোনও কিছুকে ‘খারাপ’ বলে দাগিয়ে দিতে চান না জনপ্রিয় এই টেলি অভিনেত্রী। অতীতে তাঁর কাজ দর্শকদের পছন্দ হয়েছে, ‘সোহাগ জল’ও ভালোলেগেছে। তবে হয়তো এই সিরিয়ালে কিছু খামতি থেকে গিয়েছে বলে দর্শকরা তা মেনে নিতে পারেননি।

Sohag Jol Jui, Sweta Bhattacharya, Sweta Bhattacharya Sohag Jol

দর্শকরা কোথাও গিয়ে হয়তো শ্বেতাকে একপেশে চরিত্রে দেখতে চাইছেন। তাহলে কি এরপর আর ধারাবাহিকে দেখা যাবে না অভিনেত্রীকে? এই প্রসঙ্গে পর্দার জুঁই জানান, এমনটা মোটেই হবে না। ‘সোহাগ জল’ ফ্লপ হলেও তিনি টেলি ইন্ডাস্ট্রিকে বিদায় জানাচ্ছেন না। তাঁর কথায়, ভালো চরিত্র পেলে সিরিয়াল, সিনেমা, ওটিটি সব মাধ্যমেই কাজ করতে রাজি তিনি।

চলতি সপ্তাহের শনিবার তথা ১ জুলাই ‘সোহাগ জল’র অন্তিম পর্ব সম্প্রচারিত হবে। এরপর ফের কবে টেলিভিশনের পর্দায় শ্বেতাকে দেখা যাবে তা এখনও জানা নেই। অভিনেত্রী নিজেও এই মুহূর্তে তাঁর আগামী প্রোজেক্ট নিয়ে খোলসা করতে নারাজ। তবে শ্বেতা জানিয়েছেন, বিভিন্ন কাজ নিয়ে কথাবার্তা চলছে। কোনও কিছু ফাইনাল হলে নিজেই অনুরাগীদের ‘সুখবর’ দেবেন বলে জানিয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥