বাঙালি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Shrabanti Chatterjee)। বাংলা চলচিত্রে নিজের অভিনয়ের জেরে বেশ জনপ্রিয় অভিনেত্রী। তবে অভিনয় ছাড়াও নিজের ব্যক্তিগত সম্পর্কের জেরে বহুবার উঠে এসেছেন খবরের শিরোনামে। অভিনেত্রী তিনটি বিয়ে করেছেন। গত বছর এপ্রিল মাসেই রোশান সিংয়ের (Roshan Singh) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু আদৌ কি শ্রাবন্তীর সংসারে সব কিছু ঠিক আছে?
বিগত কয়েকদিন ধরে টলিপাড়ায় কান পাতলেই শুনতে পাওয়া যাচ্ছে জল্পনা। শ্রাবন্তীর সাথে সম্পর্কে চির ধরেছে রোশনের। যদিও শ্রাবন্তী ও রোশান কিন্তু এবছর পুজোয় বেশ মজা করেছেন , সোশ্যাল মিডিয়াতে ছবিও শেয়ার করেছিলেন। সস্থি থেকে শুরু করে দশমী পর্যন্ত সোশ্যাল মিডিয়া ছিল রোমান্টিক ছবিতে ভরপুর।এমনকি সিঁদুর খেলার ছবিও ছিল সেই ছবির মধ্যে। কিন্তু হটাৎই সব ছবি গায়েব হয়ে গেল সোশ্যাল মিডিয়া থেকে।
দুজনের ইনস্টাগ্রাম প্রোফাইলে খোঁজ নিতে গেলে সামনে আসে আরো এক চাঞ্চল্যকর তথ্য। একেঅপরকে আনফলো করে দিয়েছে দুজনেই। বিয়ে থেকে শুরু করে পুজো দুজনের একসাথে থাকা সমস্ত ছবিই উধাও ইনস্টাগ্রাম থেকে। শুধু মাত্র শ্রাবন্তীর ইন্সটা ওয়ালের দুটি ছবিতে রয়েছে রোশন, তবে সেগুলি গ্রুপ ফটো। এতো গেল স্বামী স্ত্রী দুজনের কথা। এবার আসা যাক শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর (Avimanyu Chatterjee) কথায়। শ্রাবন্তীর প্রথম পক্ষের ছেলে অভিমন্যু। তার প্রোফাইল থেকে পর্যন্ত উধাও রোশানের ছবি।
তবে কি এবার তৃতীয় বিয়েটাও ভাঙতে চলেছে শ্রাবন্তীর? কারণ কৃষ্ণ ব্রজের (Krishna Braja) সাথে বিয়ে ভাঙার আগেও কিন্তু একই ঘটনা ঘটেছিল।কৃষ্ণ ব্রজের সাথে বিবাহ বিচ্ছেদের পর ২০১৮ সালে রোশনের সাথে সাত পাকে বাধা পড়েছিলেন অভিনেত্রী। এবার বিয়ের এক বছর কাটতে না কাটতেই সিঁদুরে মেঘ জমতে দেখা যাচ্ছে দুজনের সম্পর্কে।