জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি’। সিরিয়ালে রানীমার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। দর্শকদের ভালবাসায় দেখতে দেখতে দীর্ঘ কয়েক বছর কাটিয়ে অনেক অসাধ্য সাধন করেছে সিরিয়ালটি। ইংরেজ আমলে ইংরেজদের সাথে লড়াই থেকে শুরু করে দক্ষিণেশ্বরের মন্দিরের নির্মাণ। এছাড়াও সিরিয়ালে রামকৃষ্ণের নানা বাণী ও মত সিরিয়ালের দর্শকদের বেশ পছন্দের।
কিন্তু সম্প্রতি একটা গুঞ্জন কানে আসছে ২০১৮ সালে শুরু হওয়া রানী রাসমণি সিরিয়াল নাকি শেষ হতে চলেছে। এই গুঞ্জনের সূত্র টলিপাড়া সেখান থেকেই জল্পনা ছড়িয়েছে জেগে হয়তো শীঘ্রই শেষ হতে চলেছে রানী রাসমণি সিরিয়াল টি। সিরিয়ালের গল্প অনুযায়ী জীবনের শেষ সময়ে এসে গিয়েছে রাণীমার। রানী রাসমনির ঐতিহাসিক কাহিনীও একই কথা বলে। এই সময়েই রানীমার জীবনাবসান হয়েছিল। আর ঐতিহাসিক কাহিনীর সাথে তাল মিলিয়ে সিরিয়ালের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে।
প্রোমোতে দেখা যাচ্ছে মা ভবতারিণী রাণীমাকে নিজের কাছে ডাকছেন। অর্থাৎ রানী রাসমণির জীবনাবসান নিকটে এসেছে। যদি তাই হয় তাহলে রানী রাসমণিকে আর দেখা যে যাবে না সিরিয়ালে। রাণীমাকে ছাড়া সিরিয়ালেরও শেষ হয়ে যাবারই কথা। তাই সকলের মনেই প্রশ্ন যে তবে কি শেষ হচ্ছে রানী রাসমণি? এদিকে সর্বজয়া নামের একটি সিরিয়াল আসতে চলেছে জি বাংলায়। তাহলে কি রানী রাসমণির বদলেই আসছে সর্বজয়া? এবার উত্তর মিলল স্বয়ং সিরিয়ালের পরিচালকের কাছ থেকেই।
রানী রাসমণি সিরিয়ালের পরিচালক হলেন রাজেন্দ্র প্রাসাদ দাস। তার মতে, এখুনি বন্ধ হচ্ছে না রানী রাসমণি সিরিয়ালটি। যদিও সিরিয়ালের রানীমার পর্ব শেষ, তবে রানীমা চলে যাবার পরের গল্প দেখানো হবে রানী রাশমণিতে। রানীমা চলে যাবার পর, গদাধরের রামকৃষ্ণ হয়ে ওঠার গল্প দেখা যাবে সিরিয়ালে। অনেক ঐতিহাসিক চরিত্রকেও সিরিয়ালের মধ্যে আনা হতে পারে, যেমন ভৈরবী,গোবিন্দ রায়।
তবে দীর্ঘদিন অভিনয়ের পর সিরিয়ালের রানী রাশমনিকে দেখতে পাওয়া যাবে না ভেবে সিরিয়ালপ্রেমীদের মন খারাপ। পাশাপাশি রানীমা অভিনেত্রী দিতিপ্রিয়ার বেশ মন খারাপ। কারণ বহুদিন ঘরে একত্রে কাজ করার ফলে একটা পরিবারের মত হয়ে গিয়েছিল সবাই তাই কাজ শেষ হতে মন খারাপ স্বাভাবিক।